ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক জস বাটলার

ট্রফি ধরে রাখার দায়িত্ব এখন বাটলারেরছবি: ইনস্টাগ্রাম

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন জস বাটলার। ২৮ জুন এউইন মরগারের অবসরের পরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ইসিবি।

২০১৫ সাল থেকে মরগানের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাটলার। চোট ও বিশ্রামের কারণে মরগানের অবর্তমানে ইংল্যান্ডকে ১৪ ম্যাচে নেতৃত্বও দিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। মরগানের বিদায়ে তাই বাটলারেরই অধিনায়ক হওয়ার কথা ছিল।

আরও পড়ুন

ইংল্যান্ডের নেতৃত্ব পেয়ে সাবেক অধিনায়ককে ধন্যবাদ জানিয়েছেন বাটলার। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘গত সাত বছরে মরগানের অবিশ্বাস্য নেতৃত্বের জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই। দলের সবার জন্যই সময়টা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অধীনে খেলা সব সময় দারুণ এক অভিজ্ঞতা ছিল। তাঁর কাছ থেকে এমন অনেক কিছুই শিখেছি, যা আমি নিজের নেতৃত্বে যোগ করতে চাইব।’

আরও পড়ুন
একদিনের ক্রিকেটে এখন সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যান এখন বাটলার
ছবি: এএফপি

মরগানের উত্তরসূরি হিসেবে ইংল্যান্ডের নেতৃত্ব পাওয়াকে বাটলার দেখছেন বিরাট সম্মান হিসেবে। তিনি বলছিলেন, ‘এউইনের হাত থেকে নেতৃত্ব নেওয়া আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়। তাঁর নেতৃত্বে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেট রোমাঞ্চকর অধ্যায়ে এসে পৌঁছেছে। আমি সামনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটা সামলানোর জন্য মুখিয়ে আছি।’

ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেট নিয়েও বাটলার আশাবাদী। বিশেষ করে দলের গভীরতা অধিনায়ক হিসেবে বাটলারকে রোমাঞ্চিত করছে। বাটলারের অধিনায়কত্ব ক্যারিয়ারের শুরুটাও হবে বড় চ্যালেঞ্জ দিয়ে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হবে অধিনায়ক হিসেবে বাটলারের প্রথম অ্যাসাইনম্যান্ট।

আরও পড়ুন
বাটলার
ছবি: এএফপি

আসন্ন সিরিজের ব্যাপারে বাটলার বলছিলেন, ‘সাদা দলের ক্রিকেটে যে শক্তিমত্তা, সেটা এককথায় দুর্দান্ত। আগামী সপ্তাহে ভারতের বিপক্ষে আমাদের সাদা বলের সিরিজ আছে। এরপর জুলাইয়ের শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলব। আমি দলকে নেতৃত্ব দিতে মুখিয়ে আছি। নিজ দেশের নেতৃত্ব দেওয়া সব সময়ই সম্মানের। আমি এর আগেও ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছি এবং দায়িত্বটা উপভোগ করেছি। আমি এখন দলটাকে আরও সামনে এগিয়ে নিতে মুখিয়ে আছি।’

বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড দল আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো করবে, এমন আশা ইসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্লেয়ার কোনরের। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘জস ও ম্যাথু মট (ইংল্যান্ডের সাদা বলের কোচ) দলটাকে কীভাবে সামনে নিয়ে যায়, সেটা নিয়ে আমি রোমাঞ্চিত। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলটা আশাকরী দারুণভাবে গড়ে উঠবে।’

আরও পড়ুন