ইচ্ছেমতো দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া যায় না

জাতীয় দল বাদ দিয়ে আইপিএলে খেলার বিরোধী ম্যাথু হেইডেনফাইল ছবি

ক্রিকেটাররা ইদানীং জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেশি প্রাধান্য দিচ্ছেন—অভিযোগটা প্রায়ই উঠছে। আইপিএল থাকলে নানা অজুহাত দেখিয়ে জাতীয় দলের খেলা এড়িয়ে যাওয়ার প্রবণতাটা হালে যথেষ্টই প্রবল। প্রায় প্রতিটি বোর্ডই আইপিএলের দুই মাসে নিজেদের সেরা ক্রিকেটারদের নিয়ে বিপাকে পড়ছে। এ নিয়ে সমালোচনা–বিতর্কের ঝড় উঠছে।

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে গেছে অস্ট্রেলিয়া। এ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি–টোয়েন্টি খেলবে দুই দল। কিন্তু সীমিত ওভারের সিরিজের জন্য ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার ও জশ হ্যাজলউডকে। তিনজনই আইপিএলের দলে আছেন। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা কেউই আইপিএলে যোগ দিতে পারবেন না। এরপরও এই বিশ্রাম নেওয়ার নেপথ্য কারণ যে আইপিএল, সেটি না বললেও চলছে।

আইপিএলে খেলা তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটার পাকিস্তান সফরে সীমিত ওভারের সিরিজের সময় থাকছেন না
ছবি: টুইটার।

২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। শেষ হবে মে মাসে। এ সময়ের মধ্যে টেস্ট খেলুড়ে বেশ কয়েকটি দেশই দ্বিপক্ষীয় সিরিজে ব্যস্ত থাকবে। আইপিএলে সুযোগ পাওয়া অনেক ক্রিকেটারই চাইবেন দেশের দায়িত্ব থেকে ছুটি নিয়ে আইপিএলে কাঁচা টাকার পেছনে দৌড়াতে। তাঁরা আবেদন জানাবেন ছুটির, হয়তো পেয়েও যাবেন। তবে কি এ মুহূর্তে বিশ্বের ক্রিকেট বোর্ডগুলো পুরোপুরি ক্রিকেটারদের নিয়ন্ত্রণে চলে গেছে?

সাবেক অস্ট্রেলীয় তারকা ম্যাথু হেইডেন ঠিক এ ব্যাপারটি নিয়েই লক্ষ্যবস্তু বানিয়েছেন পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বিশ্রাম পাওয়া ক্রিকেটারদের। তাঁর মতে, কোনোভাবেই দেশের হয়ে খেলার ব্যাপারে ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়া যায় না। ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেটাররাই পরিচালনা করছেন কি না, হেইডেন সেই প্রশ্নও তুলছেন।

হেইডেন মনে করেন অস্ট্রেলিয়ার হয়ে না খেললে অর্থ কেটে রাখা উচিত, ‘যা খুশি তাই তো করতে দেওয়া যায় না। অস্ট্রেলিয়ার হয়ে না খেললে টাকাও কাটা উচিত। কাজ না করে বেতন নিতে দেওয়া একেবারেই উচিত নয়।’

হেইডেনের চোখে দেশের হয়ে খেলাই হওয়া উচিত অগ্রাধিকার
ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার অন্যতম সেরা এই ওপেনার বলেন, ‘আমার মনে হয় এই মুহূর্তে ক্রিকেট অস্ট্রেলিয়াকে ক্রিকেটাররাই পরিচালনা করছে। কোনো পরিস্থিতিতেই নিজের ইচ্ছেমতো দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া যায় না। এটা পুরোপুরি যুক্তিহীন।’

আইপিএলের সময়সূচি ও আন্তর্জাতিক সূচির সমন্বয়ের সমস্যাটা উড়িয়ে না দিয়ে এর কার্যকর সমাধানও বলে দিয়েছেন হেইডেন, ‘আমি আইপিএলের গুরুত্বটা বুঝি। এর জন্য আলাদা উইন্ডোও আছে। ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড় ও কর্মকর্তাদের সবদিক সামাল দেওয়া যে মুশকিল, সেটিও অনুধাবন করি। আমার মনে হয় বর্তমানে ক্রিকেট অস্ট্রেলিয়াকে ক্রিকেটাররাই পরিচালনা করছে এবং তাতে সমস্যার সৃষ্টি হয়েছে। কোনো পরিস্থিতিতেই নিজের ইচ্ছামতো অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া যায় না। এটা একেবারে যুক্তিহীন। আমরা সবাই আইপিএলের গুরুত্ব জানি এবং তার জন্য আলাদা উইন্ডোও রয়েছে। বর্তমানে ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড় তথা প্রশাকদের সবটা সামাল দেওয়া খুবই মুশকিল, কিন্তু আইপিএল খেলেছি। দেশের জন্য খেলতে সব সময় মুখিয়ে থাকতাম।’