ইতিহাস গড়েই জিততে হবে ভারতকে

ইতিহাসের হাতছানি পূজারা–রাহানের সামনে।ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সময়ই পরিষ্কার হয়ে গিয়েছিল ব্যাপারটা। সিডনিতে ইতিহাস গড়েই ম্যাচ জিততে হবে ভারতকে। তবে চতুর্থ দিন শেষে জয়টয়ের কথা আপাতত না ভেবে হার এড়াতেই লড়ছেন রাহানে–পূজারারা। এই টেস্টে জিততে হলে ৪০৭ রান করতে হবে ভারতকে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে যেটি আর আগে কখনো কেউ করতে পারেনি।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩১২ রান করে ইনিংস ঘোষণা করেছে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৩৩৮। ভারত গতকাল নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৪৪ রানেই। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও রান পেয়েছেন স্টিভেন স্মিথ। সেঞ্চুরি অবশ্য পাননি, করেছেন ৮১ রান। তবে ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে এসেছে ১৩২ বলে ৮৪ রানের দারুণ এক ইনিংস। রান পেয়েছেন মারনাস লাবুশেনও। তিনি করেছেন ৭৩।

রোহিত শর্মাকে আউট করার পর প্যাট কামিন্স।
ছবি: এএফপি

শনিবার ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স জানিয়েছিলেন, তাঁরা ২ সেশন ব্যাট করে, বড় লিড নিয়ে ভারতের ওপর ঝাঁপিয়ে পড়তে চান। এখন দেখার, কতক্ষণে সেই কাজে নেমে পড়েন তাঁরা। ম্যাচ জিততে চতুর্থ ইনিংসে তিন শর ওপর রান করতে হবে ভারতকে। সিডনিতে ১৯০৩ সালে ইংল্যান্ড জিতেছিল ১৯৪/৫ করে। আজ অবধি সফরকারী দলের জেতার ইতিহাস সেটাই। এই ম্যাচ জিততে হলে সেই ইতিহাস নতুন করে গড়তে হবে ভারতকে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ ইনিংসে ২৮৮ রানের বেশি তাড়া করে কেউ জিততে পারেনি।

৪০৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভারত শুরুটা খুব শক্তপোক্ত করতে পারেনি। স্কোরবোর্ডে ৯৮ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে তারা। রোহিত শর্মা এ ইনিংসে রান পেয়েছেন। ফিফটি করেই অবশ্য আউট হয়ে ফিরেছেন তিনি। ৫২ রানে তিনি প্যাট কামিন্সের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ হয়েছেন। মোটামুটি ভালো শুরু করেছিলেন শুভমন গিলও। কিন্তু ৩১ রানের মাথায় জশ হ্যাজলউডের বলে উইকেটের পেছনে টিম পেইনকে ক্যাচ দিয়েছেন। এ মুহূর্তে উইকেটে আছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। প্রথমজন ২৯ বলে ৯ আর অধিনায়ক অপরাজিত আছেন ১৪ বলে ৪ রান করে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ ইনিংসে ২৮৮ রানের বেশি তাড়া করে কেউ জিততে পারেনি। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়াই জিতেছিল সেই ম্যাচে। সফরকারী দল হিসেবে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি ১৯৪ রান করে জেতার রেকর্ড আছে। সেটি অবশ্য ১১৮ বছর আগের কথা। ১৯০৩ সালে অস্ট্রেলিয়াকে ১৯৪ করে হারিয়েছিল ইংল্যান্ড।