ইতিহাসে এজাজ প্যাটেল, ভারতের ১০ উইকেটই তাঁর

অবিশ্বাস্য কীর্তি এজাজ প্যাটেলছবি: এএফপি

৫৩/১০

৭৪/১০

এবং ১১৯/১০!

ইতিহাসে হয়তো এভাবেই নাম লেখাতে হয়। নিজের জন্মশহরে ৩৪ বছর বয়সে প্রথমবার খেলতে এসেছিলেন এজাজ প্যাটেল। প্রত্যাবর্তনই একধরনের। সেই প্রত্যাবর্তনেই ইতিহাস। মাত্র তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসের সব কটি উইকেটই তুলে নিলেন এজাজ প্যাটেল। তিনটি ক্ষেত্রে অবশ্য তিনিই প্রথম। প্রথম বাঁহাতি হিসেবে এই কীর্তি প্যাটেলের। বাকি দুজনের কীর্তি বোলিংয়ের দ্বিতীয় ইনিংসে। প্রতিপক্ষের মাঠেও এই কীর্তি করতে পারেননি আগের দুজন।

এজাজ প্যাটেল
ছবি: এএফপি

টেস্ট ইতিহাসে গতকাল পর্যন্ত মাত্র দুজন বোলারই ইনিংসে ১০ উইকেট নিতে পেরেছিলেন। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৯ উইকেট তোলা জিম লেকার পরের ইনিংসেই তুলে নিয়েছিলেন ১০ উইকেট। ৪৩ বছর এই অফ স্পিনার কোনো সঙ্গী পাননি। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে দিল্লিতে তাঁর পাশে বসেছিলেন কুম্বলে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ধসিয়ে দেওয়ার পথে ৭৪ রানে তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের সবাইকে। এবার আর ৪৩ বছরের অপেক্ষা করতে হয়নি ক্রিকেটকে। ভারতের মাটিতেই ২২ বছর পর হলো সে কীর্তি।

এমন কীর্তি ক্রিকেট দেখেছে মাত্র তিনবার
ছবি: এএফপি

গতকালই ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিলেন এজাজ প্যাটেল। সেটা ছিল ১৯৯৩ সালের পর নিউজিল্যান্ডের কোনো স্পিনারের প্রতিপক্ষের প্রথম ৪ উইকেট পাওয়ার প্রথম কীর্তি। আজ সকালেই অনন্য হয়ে গেলেন ঋদ্ধিমান সাহাকে আউট করে। নিউজিল্যান্ডের প্রথম কোনো স্পিনার হিসেবে প্রতিপক্ষে প্রথম ৫ উইকেটই তুলে নিয়েছিলেন এজাজ প্যাটেল। পরের বলেই রবিচন্দ্রন অশ্বিনকে আউট করে দিলে প্রথম সবাই সম্ভাবনার কথা বলেন। ১০ উইকেট পাওয়া কি সম্ভব হবে প্যাটেলের পক্ষে?

দুর্দান্ত ব্যাট করা মায়াঙ্ক আগারওয়ালই যত দুশ্চিন্তার কারণ ছিলেন। অক্ষর প্যাটেলকে নিয়ে সেই আগারওয়াল আরও ২৮ ওভার কাটিয়ে দিলেন। ততক্ষণে আবার ‘পারফেক্ট টেনে’র আলোচনা থেমে গিয়েছিল। ইনিংসের ১০০তম ওভারে আগারওয়ালকে (১৫০) উইকেটরক্ষকের হাতে বন্দী করে নিজের সপ্তম উইকেট তুলে নিলেন এজাজ। একটু পরই আরেক পথের কাঁটা অক্ষর প্যাটেলকেও (৫২)। আম্পায়ার আউট দিতে চাননি। কিন্তু রিভিউ নিয়ে ঠিকই নিজের উইকেট আদায় করে নিয়েছেন প্যাটেল।

এজাজ প্যাটেলকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা
ছবি: এএফপি

পরের ওভারেই আর দেরি করেননি। দ্বিতীয় বলে জয়ন্ত জাদেজাকে ক্যাচ বানিয়েছেন। চতুর্থ বলে মোহাম্মদ সিরাজ একটি চার মারলেও কিছু মনে করেননি প্যাটেল। ৯ উইকেট পেয়ে গেছেন। আরেকটি উইকেটেরই শুধু অপেক্ষা। মুত্তিয়া মুরালিধরনের মতো বোলারকেও যেখানে থামতে হয়েছিল, সে বাধায় আটকা পড়লেন না। সিরাজের স্লগ মিডঅন পার হলো না। ইতিহাসে জায়গা করে নিলেন।

কঠিন এক উইকেটে ভারত ৩২৫ রান তুলেছে বলে এই টেস্টে এখনো স্বাগতিকদের সম্ভাবনাই বেশি। কিন্তু ইতিহাস তো এই টেস্টের গল্পে শুধু এজাজ প্যাটেলকেই মনে রাখবে।