ইনজামামকে নিয়ে টেন্ডুলকারের আবেগপ্রবণ টুইট

পাকিস্তান কিংবদন্তি ইনজামাম–উল–হকফাইল ছবি: এএফপি

দিনের শুরুতেই দুঃসংবাদ। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ইনজামাম-উল-হক। হাসপাতালে ভর্তি হয়ে হৃদ্‌যন্ত্রে এনজিওপ্লাস্টি করতে হয় তাঁকে।

আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ইনজামামকে আরও কিছু দিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে।

ইনজামামের শারীরিক অবস্থায় উদ্বিগ্ন ক্রিকেট–দুনিয়া। ওয়াসিম আকরাম থেকে হার্শা ভোগলে—অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উদ্বেগ, উৎকণ্ঠার কথা জানিয়েছেন। ইনজামাম যেন শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে প্রার্থনাও করেছেন।

তবে এত সব শুভকামনা, প্রার্থনার ভিড়ে হৃদয় ছুঁয়ে যাবে শচীন টেন্ডুলকারের টুইট। এতে ইনজামামের ‘লড়াকু’ চরিত্র তুলে ধরে মাস্টার-ব্লাস্টারের আশা, পাকিস্তানের সাবেক অধিনায়ক শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।

টেন্ডুলকার টুইটারে লিখেছেন, ‘তুমি সব সময়ে খুব শান্ত, কিন্তু লড়াকু। আমার আশা ও প্রার্থনা, তুমি শিগগিরই এই পরিস্থিতি সামলে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’

ওয়াসিম আকরাম তাঁর সাবেক সতীর্থ নিয়ে করেছেন আরেকটি আবেগময় টুইট।

তিনি এতে ইনজামামের উদ্দেশে ছোট্ট একটা চিঠিই লিখেছেন, ‘প্রিয় ইনজি, দারুণ একটা হৃদয় তোমার। মনে হচ্ছে, কোনো অশুভ দৃষ্টি নিশ্চয়ই তোমার হৃদয়কে ছারখার করতে চাইছে। আমি খুব উদ্বিগ্ন যে তোমার মতো সিংহহৃদয়ের মানুষকে এত কষ্ট পেতে হচ্ছে। প্রার্থনা করছি, তুমি শিগগির সুস্থ হয়ে ওঠো, যেন চমৎকার হৃদয় দিয়ে তুমি আবার সবার মন জয় করো। প্রিয় বন্ধু, নিজের প্রতি সর্বোচ্চ যত্ন নাও। শিগগিরই দেখা হচ্ছে!’