ইয়র্কারে বিশ্বের সেরা বুমরা

ভারতের পেসার জাসপ্রীত বুমরা ও ওয়াসিম আকরাম। ছবি: টুইটার
ভারতের পেসার জাসপ্রীত বুমরা ও ওয়াসিম আকরাম। ছবি: টুইটার
>জাসপ্রীত বুমরার ইয়র্কার বিশ্বের সেরা বলে মনে করেন ওয়াসিম আকরাম

ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে জাসপ্রিত বুমরা। তার বিরুদ্ধে ব্যাটিং করা যে কত কঠিন সেটি প্রতিপক্ষ ব্যাটসম্যান ছাড়া আর ভালো কে জানে! বুমরার একটি বিশেষ অস্ত্র আছে যা দিয়ে তিনি নিয়মিত ঘায়েল করেন ব্যাটসম্যানদের। ইয়র্কার। সাবেক পাকিস্তানি পেসার ও সর্বকালের অন্যতম সেরা বোলার ওয়াসিম আকরামের চোখে, বুমরার ইয়র্কার বর্তমান বিশ্বের সেরা।

খেলোয়াড়ি জীবনে আকরামের ইয়র্কার নিয়েও প্রচুর আলোচনা হয়েছে। ইনিংসের শেষ দিকে দারুণ সব ইয়র্কারে লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের ঘায়েল করেছেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ‘পাকিস্তান থেকে আমি কিংবা ভারত থেকে বুমরা, যে-ই আসুক আমরা সবাই টেনিস বল দিয়েই বোলিং শিখেছি। আপনি যখন এলাকার গলিতে ক্রিকেট খেলেন, আশপাশে সবদিকে বাসাবাড়ি থাকে, ব্যাটসম্যানদের শট খেলার সুযোগ থাকে না। তখন তাঁরা স্ট্রেট শট খেলতে বাধ্য হয়। আর স্ট্রেট খেলা ব্যাটসম্যানকে আটকাতে ব্যাটসম্যান যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে বল করে ব্যাটসম্যানকে শট না খেলতে দেওয়াই বোলারদের কাজ।’

ইয়র্কার মতো কার্যকর ডেলিভারি সীমিত ওভারের খেলায় তো বটেই, টেস্টেও সফল ব্যবহার করে চলছে বুমরা। ওয়াসিমের ভাষ্য, ‘তার(বুমরা) বিশেষ দিক হলো, সে নিয়মিত ইয়র্কার করতে পারে। ইয়র্কার যে শুধু ওয়ানডে তাই নয়, টেস্টেও। যেমনটা আমি আর ওয়াকার করতাম আমাদের সময়ে। বুমরার বোলিং স্টাইল ব্যতিক্রম। তার বোলিং অ্যাকশন অন্যদের চেয়ে একেবারেই ভিন্ন, কিন্তু সে একই সঙ্গে সুইং আর গতি ধরে রাখতে পারে। জাসপ্রিত বুমরা সময়ের অন্য বোলারদের চেয়ে সেরা ও সবচেয়ে কার্যকরি ইয়র্কার বোলিং করে থাকে।’

গত বছর এশিয়া কাপ চলাকালীন সময় বুমরার বোলিংয়ের বেশ প্রশংসা করেছিলেন পাকিস্তানের সাবেক বোলার ওয়াকার ইউনুস। একটা সময় ছিল যখন ওয়াসিম-ওয়াকার জুটির বোলিংয়ের সামনে দাঁড়ানো ভীতির কারণ ছিল ব্যাটসম্যানদের জন্য। তাদের ইয়র্কারে নাকানি-চুবানি খাওয়ার অভিজ্ঞতা ভালোই মনে রাখবে তখনকার সময়ের ব্যাটসম্যানরা। সাবেক দুই কিংবদন্তি বোলারের কাছ থেকে এমন প্রশংসা নিশ্চয়ই অনুপ্রেরণা দেবে বুমরাকে।