ঈদের দিনটা দারুণ কাটুক, ভালোবাসা ও শান্তি বয়ে আনুক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে জীবনের ইনিংস সাজিয়েছেন টেনিস তারকা সানিয়া মির্জা। কাল দুবাইয়ে ঈদের দিন ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি।
ছবি: ইনস্টাগ্রাম।

বাংলাদেশসহ হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া পৃথিবীর বেশির ভাগ দেশেই গতকাল বুধবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার ঈদের আনন্দ চলছে বাংলাদেশে।

এই দুই দিন মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অনেকেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম যেমন কাল টুইট করেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আশা করি দিনটা যেন সবাই দারুণ কাটায়।’

ভারতের অধিনায়ক বিরাট কোহলিও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাল। কোহলির টুইট, ‘এই নজিরবিহীন সময়ে ঈদের চেতনা ভালোবাসা, শান্তি ও আনন্দ বয়ে আনুক। ঈদ মোবারক। নিরাপদে থাকুন।’

নজিরবিহীন সময় বলতে করোনা মহামারির কথা বুঝিয়েছেন কোহলি। ভারত এই মহামারিতে গভীর সংকটে পতিত। দিনে গড় সংক্রমণসংখ্যা সাড়ে তিন লাখেরও বেশি। ভারতের তারকা ব্যাটসম্যান অজিঙ্কা রাহানের টুইট, ‘সবাইকে ঈদ মোবারক। এই বছরটা সবার পরিবারে সুখ-শান্তি বয়ে আনুক।’

পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার শোয়েব মালিক কাল সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন। স্ত্রী ও টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে একটি ছবি পোস্ট করে শোয়েবের টুইট, ‘আরেকটি জীবন পাল্টে দেওয়া বছর এবং মহামারির মধ্যে মানবতা টিকে আছে। সৃষ্টিকর্তার কাছে সবার জন্য ক্ষমা, সুস্বাস্থ্য, শান্তি ও আনন্দ কামনা করছি আমরা। সবাইকে ঈদ মোবারক।’

নিজের ভেরিফাইড ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সানিয়া মির্জাও। ভারতের এই টেনিস তারকার টুইট, ‘সবাইকে ঈদ মোবারক। আসুন ভোগান্তির মধ্যে থাকা মানুষের কথা একটু ভাবি। সৃষ্টিকর্তা তাদের কষ্ট লাঘব করুন এবং দ্রুত আরোগ্যলাভ করুক বিশ্ব।’

ভারতের পেসার মোহাম্মদ শামির টুইট, ‘সৃষ্টিকর্তা আমাদের ভালো কাজগুলো গ্রহণ করুন। সীমালঙ্ঘনকে ক্ষমা করুন। গোটা বিশ্বে মানুষের ভোগান্তি কমিয়ে দিন। সবাইকে ঈদের শুভেচ্ছা। নিরাপদে থাকুন, ঘরে থাকুন।’

পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ হাফিজও নিরাপদে থাকার কথা বললেন ঈদের শুভেচ্ছায়। তাঁর টুইট, ‘বিশ্বের সব মুসলিমকে ঈদের শুভেচ্ছা। নিরাপদে থাকুন, ভালো থাকুন।’

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের টুইট, ‘ঈদের এই শুভলগ্নে সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি।’ ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংও শুভেচ্ছা জানিয়েছেন ঈদের, ‘সবাইকে ঈদের উষ্ণ শুভেচ্ছা। এই শুভ লগ্নের চাঁদ সবার আশার রেখাপাত ঘটিয়ে সব দুঃখ বিলীন করে দিক। দয়া করে সবাই নিরাপদে থাকুন।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খানের টুইট, ‘বিশ্বের মুসলিম উম্মাহদের ঈদের শুভেচ্ছা। এবারের ঈদ অন্য সময়ের চেয়ে আলাদা, দুটি কারণে এই ঈদ পরিবারের সঙ্গে নিরিবিলি উদ্‌যাপন করা উচিত। প্রথমত, পাকিস্তানে করোনা মহামারি, যা আমরা নিয়ন্ত্রণে আনতে শুরু করেছি। এ কারণে আমাদের অবশ্যই বিশেষভাবে সাবধান থাকা উচিত।’

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজার টুইট, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। দিনটা উপভোগ করুন কিন্তু দয়া করে সামাজিক দূরত্ব মেনে চলুন ও মাস্ক পরিধান করুন।’

কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম টুইটারে একটি ভিডিওবার্তা দিয়েছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আমার পরিবারের তরফ থেকে আপনি এবং আপনার পরিবারকে শুভেচ্ছা। দিনটা উপভোগ করুন তবে সবাই সাবধান থাকুন। কোভিডের কারণে অনেকেই প্রিয়জন হারিয়েছেন। তাই সাবধান থাকুন।’

আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানের টুইট, ‘বিশ্বের সবাইকে ঈদের শুভেচ্ছা।’ পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির টুইট, ‘বিশ্বের সবাইকে ঈদের শুভেচ্ছা। নিরাপদে থাকুন।’ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও শ্রীলঙ্কার সাবেক কোচ টম মুডির টুইট, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা।’

শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারাও শুভেচ্ছা জানিয়েছেন ঈদের, ‘ঈদ মোবারক। ঈদুল ফিতর যেন সবার ভালো কাটে।’ শ্রীলঙ্কার আরেক কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে ‘ঈদ মোবারক’ লেখা একটি ছবি টুইট করেছেন।