উইকেটশূন্য সকাল চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

প্রথম সেশন শেষ হওয়ার আগে সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন কাইল মেয়ার্সছবি: শামসুল হক

মধ্যাহ্নভোজন বিরতির আগে কি স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারল বাংলাদেশ? অবশ্যই না। সকালের সেশনে কোনো উইকেট তুলে নিতে পারেননি বোলাররা। উল্টো চড়ে বসেছেন আগের দিন অপরাজিত থাকা দুই অভিষিক্ত ব্যাটসম্যান কাইল মেয়ার্স–এনক্রুমা বোনার। প্রথম সেশনে মেয়ার্সকে দুটো ‘জীবন’ না দিলে অন্তত এ জুটিটা ভাঙার স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারত মুমিনুল হকের দল।

চট্টগ্রাম টেস্টে আজ পঞ্চম ও শেষ দিনে মধ্যাহ্নভোজন বিরতির আগে ৩ উইকেটে ১৯৭ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ৩৯৫ রানের লক্ষ্য ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাট করছে সফরকারী দল। অর্থাৎ জিততে হলে আরও ১৯৮ রান করতে হবে ক্রেগ ব্রাফেটের দলকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তো বটেই, বাংলাদেশের মাটিতে চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জয়ের নজির নেই। টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ার লক্ষ্যে দারুণ ব্যাটিং করছেন দুই অভিষিক্ত মেয়ার্স–বোনার।

৩ উইকেটে ১১০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিলেন এ দুই ব্যাটসম্যান। সকালের সেশনে দুটো ‘জীবন’ পেয়েছেন মেয়ার্স। ব্যক্তিগত ৪৭ রানে থাকতে তাইজুল ইসলামের বলে এলবিডব্লুর আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার। রিভিউ নেয়নি বাংলাদেশ। টিভি রিপ্লেতে দেখা গেছে বল স্টাম্পের লাইনেই পড়েছিল এবং মাঝ স্টাম্প ও লেগ স্টাম্পের মাঝামাঝিতে আঘাত হানত। রিভিউটা নিলে আউট হতেন বাঁহাতি এ ব্যাটসম্যান। এর দুই ওভার পর মেহেদী হাসান মিরাজের বলে প্রথম স্লিপে মেয়ার্সের ক্যাচ নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। তখন একটি রান নিয়ে অভিষেক টেস্টে ফিফটি তুলে নেন মেয়ার্স। প্রথম সেশনে ৩১ ওভার ব্যাট করে ৯৭ রান তুলেছেন দুজন।

দুই অভিষিক্তের প্রতিরোধ বাংলাদেশের বোলারদের সামনে।
ছবি: শামসুল হক

উইকেটে কাল থেকে বাঁক ও বাউন্স পাচ্ছেন স্পিনাররা। মাঝেমধ্যে বল একটু নিচু হয়ে আসছে। সিলি পয়েন্ট, শর্ট লেগ ও স্লিপ নিয়ে বল করেছেন মিরাজ ও তাইজুল। এর মধ্যেই দারুণ লড়াই করছেন মেয়ার্স–বোনার জুটি। মধ্যাহ্নভোজন বিরতিতে যাওয়ার আগে ২৮০ বলে ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। টেস্টে চতুর্থ ইনিংসে অভিষিক্ত হিসেবে এটাই সর্বোচ্চ রানের জুটি।

তবে বাংলাদেশের স্পিনাররা সকালের সেশনে আহামরি ভালো বল করতে পারেননি। স্পিনারদের খাটো লেংথের বল সহজেই সীমানা পার করেছেন দুই ব্যাটসম্যান। মাঠে সাকিব আল হাসানের অনুপস্থিতি টের পাচ্ছে বাংলাদেশ। এ ম্যাচে দলে থাকলেও চোটের কারণে মাঠের বাইরে আছেন এ অলরাউন্ডার।

স্পিনারদের বিপক্ষে সহজে ব্যাট করায় দিনের খেলার ১৯তম ওভারে দলের একমাত্র পেসার মোস্তাফিজুর রহমানকে আক্রমণে নিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। প্রথম ওভার থেকেই কাটার মারতে শুরু করা মোস্তাফিজও তেমন কিছু করতে পারেননি। উল্টো তাঁর প্রথম ওভারেই দারুণ এক ছক্কা মারেন মেয়ার্স। বাজে বল পেলে সীমানাছাড়া করতে দ্বিধা করেননি এ ব্যাটসম্যান। ১৫৩ বলে ৯১ রান নিয়ে অপরাজিত রয়েছেন তিনি। অন্য প্রান্তে ১৪৬ বলে ৪৩ রানে তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন বোনার।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এশিয়ায় টেস্ট অভিষেকে এক ইনিংসে সর্বোচ্চ বল খেলার রেকর্ড বাংলাদেশের সাবেক কোচ গর্ডন গ্রিনিজের। ১৯৭৪ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ২০৮ বলে ১০৭ রান করেছিলেন গ্রিনিজ। রেকর্ডের এ পাতায় দুইয়ে ড্যারেন ব্রাভো। ২০১০ সালে গল টেস্টে অভিষেকে এক ইনিংসে ১৫৯ বলে ৫৮ রান করেন তিনি। ১৫৩ বল খেলে আপাতত এ তালিকার তিনে মেয়ার্স, চারে ১৪৬ বল খেলা বোনার।