সবুজের বুকে ‘ডাবল’ উইলিয়ামসনের

ডাবল সেঞ্চুরির পর কেন উইলিয়ামসনছবি: টুইটার

পাশের দেশেই চলছে বিশ্বের সেরা ব্যাটসম্যান কে, সেটা প্রমাণের লড়াই। সে লড়াইয়ে আপাতত অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের চেয়ে একটু হলেও পিছিয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

তবে বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যানের আলোচনায় যে শুধু এই দুজন নন, অন্তত আরও একজনের নাম আসা উচিত, সেটা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

সেডন পার্কের সবুজ উইকেটে তাঁর ব্যাটে চড়েই রানের পাহাড়ে চেপেছে কিউইরা, আর খাবি খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। হ্যামিল্টনের সেডন পার্কে ডাবল সেঞ্চুরি করেছেন উইলিয়ামসন, ৭ উইকেটে ৫১৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

উইলিয়ামসন আউট হওয়ার পর রোচই সবার আগে আসেন অভিনন্দন জানাতে
ছবি : এএফপি

আগের দিনেই ৯৭ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। আগের দিন বাবা হারানো ওয়েস্ট ইন্ডিয়ান পেসার কেমার রোচকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। আর সেই ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই রোচের বলেই সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন।

পয়েন্টে দুর্দান্ত প্লেসমেন্টে চার মেরেই নিজের ২২তম সেঞ্চুরি পেয়ে যান তিনি। সেখানেই থেমে যাননি। হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, ড্যারিল মিচেল—একে একে উইকেটের অপর প্রান্তে দেখেছেন সঙ্গী আসা-যাওয়ার মিছিল। এর মধ্যেও রানের চাকা সচল রেখেছেন নিজের ও দলের।

২২৪ বলে সেঞ্চুরি তোলা উইলিয়ামসন পরের ১০০ রান করতে এত বেশি সময় নেননি অবশ্য। সময়ের সঙ্গে সঙ্গে লাগামছাড়া হয়েছে তাঁর ব্যাট। সেঞ্চুরির মতো ডাবল সেঞ্চুরিও তুলেছেন রোচের বলে চার মেরেই, দুর্দান্ত এক কভার ড্রাইভে।

পরে থেমেছেন ২৫১ রানে। আলজারি জোসেফের বলে পুল করতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দেন রোস্টন চেজের হাতে।

এর আগে সেডন পার্কে এত বেশি রানের ইনিংস কেউ খেলেননি। এই রেকর্ড গড়ার পথে উইলিয়ামসন পেছনে ফেলেছেন পিটার ইনগ্রামকে। ঘরোয়া ক্রিকেটে করা তাঁর ইনিংসটা ছিল ২৪৭ রানের।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উইলিয়ামসনের চেয়ে বেশি স্কোর করতে পেরেছিলেন আর মাত্র দুই অধিনায়ক— ইংল্যান্ডের গ্রাহাম গুচ (লর্ডসে, ভারতের বিপক্ষে ৩৩৩) ও স্টিফেন ফ্লেমিং (কেপটাউনে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৬২)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক হিসেবে এর চেয়ে বড় ইনিংস খেলতে পেরেছেন শুধু ইংল্যান্ডের পিটার মে, ১৯৫৭ সালে বার্মিংহামে অপরাজিত ২৮৫ রান তুলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে এই নিয়ে দুটি ডাবল সেঞ্চুরি হয়ে গেল উইলিয়ামসনের। সামনে শুধুই ফ্লেমিং আর ব্রেন্ডন ম্যাককালাম।

তিনটি করে ডাবল সেঞ্চুরি তাঁদের। তবে সেঞ্চুরির হিসাবে উইলিয়ামসন আবার সব কিউই অধিনায়কের চেয়ে এগিয়ে। ৯টি সেঞ্চুরি তাঁর, ফ্লেমিং-ম্যাককালাম কিংবা মার্টিন ক্রো, ড্যানিয়েল ভেট্টোরিদের এর চেয়েও কম। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ২১ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।