উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড

কনুইয়ের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই কেন উইলিয়ামসন।
ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে একটা দুঃসংবাদই এসেছে নিউজিল্যান্ড দলে। কনুইয়ের চোটে পড়ে ওয়ানডে সিরিজটা খেলতে পারছেন না অধিনায়ক ও দলের সেরা ব্যাটিং তারকা কেন উইলিয়ামসন।

আজ মঙ্গলবার নিউজিল্যান্ড ক্রিকেট দলের মেডিকেল ম্যানেজার ডাইল শ্যাকেল জানিয়েছেন, কয়েক মাস আগে উইলিয়ামসনের বাঁ কনুইয়ের হাড়ে ছোট্ট একটা চিড় ধরেছিল। এটা নিয়ে কিছুটা সমস্যায় ছিলেন তিনি। চোট কাটিয়ে ওঠার যথেষ্ট চেষ্টা উইলিয়ামসন করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সফল হননি। সে কারণেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাধ্য হয়েই নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন কিউই অধিনায়ক। তাঁর এ মুহূর্তে কয়েক দিন বিশ্রাম প্রয়োজন।

আগামী ১৮ জুন থেকে সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের বিপক্ষে সিরিজে বিশ্রাম দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য নিজেকে প্রস্তুত করার সময়ই আসলে উইলিয়ামসনকে দিতে চাইছে নিউজিল্যান্ড দল। কোচ গ্যারি স্টেডও সে কথাই জানিয়েছেন, ‘নিউজিল্যান্ড দল চায় উইলিয়ামসন এই কনুইয়ের চোট থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই সেরে উঠুক। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শতভাগ ফিট উইলিয়ামসনকে চাই।’

তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও যে নিউজিল্যান্ড উইলিয়ামসনকে মিস করবে, সেটা জানাতে ভোলেননি কোচ স্টেড, ‘আমরা অবশ্যই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে উইলিয়ামসনের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে মিস করব। মিস করব তাঁর নেতৃত্বকে। তবে এটা ঠিক, চোটের কারণে উইলিয়ামসনের সরে যাওয়ায় নিশ্চিত করেই নতুন একজনের জন্য সুযোগের দরজা খুলে যাবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল এরই মধ্যে নিউজিল্যান্ড পৌঁছেছে। ক্রাইস্টচার্চে চলছে তাদের কোয়ারেন্টিন। প্রথম কয়েক দিন ঘরবন্দী থাকলেও বাংলাদেশ দল এখন দুই ঘণ্টার জন্য মাঠে গিয়ে হালকা অনুশীলন করতে পারছে। ১০ মার্চ শেষ হবে এই কোয়ারেন্টিন-কাল। এরপর থেকেই পুরোদমে অনুশীলন করতে পারবেন তামিম-মাহমুদউল্লাহরা। ২০ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। আগামী বৃহস্পতিবার দল ঘোষণা করবে নিউজিল্যান্ড।