উইলিয়ামসনের সেঞ্চুরি, বড় সংগ্রহে চাপা পাকিস্তান

শেষ পর্যন্ত সেঞ্চুরিই করলেন উইলিয়ামসন।ছবি: এএফপি

আগের দিন ৯৪ রানে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসন। আজ তিনি ফিরেছেন ১২৯ রান করেই। তাঁর সেঞ্চুরির সঙ্গে রস টেলর, হেনরি নিকোলস আর বিজে ওয়াটলিংদের ফিফটিতে মাইন্ট মঙ্গানুই টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৪৩১ রানের বড় সংগ্রহ গড়েছে নিউজিজিল্যান্ড।

পাকিস্তান নিজেদের অভিসম্পাত করতেই পারে। ফিল্ডিংই আসলে প্রথম ইনিংসে তাদের ডুবিয়েছে। পাকিস্তানি ফিল্ডারদের ঘি মাখানো হাতের সুযোগটাই আসলে নিয়েছে কিউইরা। এই যে উইলিয়ামসন খেললেন ১২৯ রানের ইনিংস, সেটিও কিন্তু কলঙ্কমুক্ত নয়। ব্যক্তিগত ১৮ রানের মাথায় তিনি জীবন পেয়েছিলেন। নাসিম শাহর বলে স্লিপে তাঁর ক্যাচ ফেলে দেন শান মাসুদ। পাকিস্তানি বোলাররা প্রথম দিন যে ধরনের বোলিং করেছিলেন, ফিল্ডাররা তাঁদের একটু সহযোগিতা করলে অনেক ভালো অবস্থানে থাকতে পারত তারা। নিউজিল্যান্ডও কোনোভাবেই স্কোরবোর্ড ৪৩১ রান তুলতে পারত না।

উইলিয়ামসনের ১২৯ রান করেছেন ২৯৭ বল খেলে। বাউন্ডারি মেরেছেন ১২টি, ছক্কা একটি। মূলত রস টেলর আর হেনরি নিকোলসের সঙ্গে উইলিয়ামসনের দুটি জুটিই নিউজিল্যান্ডকে নিয়ে যায় বড় সংগ্রহের দিকে। টেলরের সঙ্গে জুটিটি ছিল ১২০ রানের, নিকোলসেরটি ১৩৩ রানের। টেলর ফিফটি পেয়েছেন, খেলেছেন ৭০ রানের ইনিংস। সেটি ১৫১ বলে, ১০টি বাউন্ডারি মেরে। টেলরের ইনিংসে একটি ছক্কাও ছিল। নিকোলস ৫৬ রানের বেশি করতে পারেননি। বল খেলেছেন ১৩৭টি। বাউন্ডারি মেরেছেন মাত্র ৫টি। পরে বিজে ওয়াটলিং কাইল জেমিসন ও মিচেল স্যান্টনারের সঙ্গে ছোট অথচ কার্যকর দুটি জুটি গড়েন। ওয়াটলিং ৭৩ রান করেছেন, ১৪৫ বলে।

শাহিন শাহ আফ্রিদি নিয়েছেন ৪ উইকেট।
ছবি: রয়টার্স

পাকিস্তানের বোলারদের মধ্যে ৪ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তবে খরচ করেছেন ১০৯ রান। ৩ উইকেট নিয়েছেন ইয়াসির শাহ, ১১৩ রানের খরচায়। এ ছাড়া মোহাম্মদ আব্বাস, ফাহিম আশরাফ আর নাসিম শাহ—তিনজনেই নিয়েছেন একটি করে উইকেট।

নিউজিল্যান্ডের ৪৩১ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাঠে নেমেছে পাকিস্তান। এ প্রতিবেদন লেখার সময় ২০ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ৩০ রান সংগ্রহ তাদের। আউট হয়ে ফিরেছেন শান মাসুদ। কাইল জেমিসনের বলে উইকেটরক্ষক ওয়াটলিংয়ের ক্যাচ হয়েছেন তিনি। এ মুহূর্তে উইকেটে আছেন আবিদ আলী ও নাইটওয়াচম্যান মোহাম্মদ আব্বাস।