উমরানের ১৫৬ কিমি গতিতে উচ্ছ্বাস, ৮ ওভারে ১০০ রানে দীর্ঘশ্বাস

আইপিএলে গতির ঝড় তুলেছেন উমরান মালিকছবি: ইনস্টাগ্রাম

এবার আইপিএলের ‘মুখ’কে? নিঃসন্দেহে উমরান মালিক।

সানরাইজার্স হায়দরাবাদ পেসার রীতিমতো গতির ঝড় তুলেছেন। দিল্লির বিপক্ষে সানরাইজার্সের সর্বশেষ ম্যাচেও তুলেছেন ঘণ্টায় ১৫৬.৯ কিমি। ১৫০ কিমি তো পেরিয়ে যাচ্ছেন অহরহই। ভারতের সাবেক ক্রিকেটাররা তাঁকে এরই মধ্যে জাতীয় দলে নেওয়ার দাবি তুলেছেন।

হরভজন সিং তো প্রশ্নই তুলেছেন, ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল করে অথচ জাতীয় দলে নেই, এমন কোনো বোলার কি আর আছে? কিন্তু ভিন্নমতের সাবেকরাও আছেন। আকাশ চোপড়াই যেমন উমরানকে জাতীয় দলে নিতে একটু রয়েসয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আকাশ চোপড়া তাঁর কথার পক্ষে যুক্তিতে টেনে এনেছেন উমরানের লাইন-লেংথ। সানরাইজার্স সর্বশেষ ম্যাচে দিল্লির কাছে হেরেছে ২১ রানে, সে ম্যাচে ৪ ওভারে ৫২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা এই ফাস্ট বোলার। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তার আগের ম্যাচে ৪ ওভারে ৪৮ রান দিয়েও কোনো উইকেট পাননি উমরান।

অর্থাৎ সানরাইজার্সের সর্বশেষ দুই ম্যাচে ৮ ওভারে ১০০ রান দিয়ে উমরান কোনো উইকেট পাননি। ভারতের সাবেক ব্যাটসম্যান ও বর্তমানে বিশ্লেষক আকাশ চোপড়া ঠিক এ বিষয় নিয়েই কথা বলেছেন নিজের ইউটিউব চ্যানেলে।

উমরানকে ভারতের জাতীয় দলে ডাকার ব্যাপারে আকাশ বলেছেন, ‘এত দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। ভারতে একটা নিয়ম হয়ে গেছে, ১৫০ কিমি গতিতে বল করলে অবশ্যই দেশের প্রতিনিধিত্ব করতে হবে, সেটা এখন কিংবা পরে। কিন্তু সর্বশেষ ৮ ওভারে সে ১০০ রান দিয়েছে। তাকে একটু সময় দেওয়া হোক। সে ভারতের জাতীয় দলের সঙ্গে থাকুক, কিন্তু এখনই আন্তর্জাতিক ক্রিকেটে নামিয়ে দেওয়ার দরকার নেই।’

গুজরাট টাইটানসের বিপক্ষে এর আগে নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পান উমরান। গতিই যে সব নয়, লাইন-লেংথও ঠিক করতে হবে, তা বোঝাতে ভুবনেশ্বর কুমারের উদাহরণ টানেন আকাশ চোপড়া।

ভুবনেশ্বরকে সানরাইজার্স পেস আক্রমণের মেরুদণ্ড বলেই মনে করেন সাবেক এই ক্রিকেটার, ‘সে (ভুবনেশ্বর) জানে কী করতে পারবে আর কী পারবে না। গতি নয়, সুইংয়েই তার মনোযোগ। একটা সময় সে বাতাসে জোরে বল করার চেষ্টা করত। কিন্তু এখন না, সে এখন অনেক ধারাবাহিক।’

এবার আইপিএলে ১০ ম্যাচে ৮.৯২ ইকোনমি রেটে ১৫ উইকেট নিয়েছেন উমরান। ১০ ম্যাচে ৭.১৭ ইকোনমি রেটে ১০ উইকেট ভুবনেশ্বরের। অর্থাৎ রান বেশি দিলেও উইকেট কম নেননি উমরান। তাঁর গতিতে মজে সামনে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পেস আক্রমণে যশপ্রীত বুমরার পাশে উমরানকে দেখতে চান হরভজন সিং।

আন্তর্জাতিক ক্রিকেটে ৬৮৬ উইকেট নেওয়া সাবেক ভারতীয় স্পিনার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সে আমার ফেবারিট বোলার। তাকে ভারত জাতীয় দলে আমি দেখতে চাই। কী দুর্দান্ত বোলার! এমন আর একজন বোলারের নাম বলুন যে ১৫০ কিমি গতিতে বল করে, কিন্তু জাতীয় দলে খেলছে না? যেখান থেকে উঠে এসে সে আইপিএলে খেলছে এবং যেভাবে খেলছে, তা অনেক তরুণের জন্যই প্রেরণা। আমি জানি না সে জাতীয় দলে সুযোগ পাবে কি না, তবে আমি নির্বাচক কমিটিতে থাকলে তাকে নিতাম। ভারত যখন অস্ট্রেলিয়ায় খেলবে তখন (ভারতের নতুন বলে আক্রমণে) তার যশপ্রীত বুমরার সঙ্গী হওয়া উচিত।’

আরও পড়ুন