উল্টো মিসবাহ-ওয়াকারের কোচিং জ্ঞান নিয়ে প্রশ্ন তুললেন আমির

পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরছবি: এলপিএল

একবার এদিক থেকে অভিযোগ আসে, তো পরের দিন উল্টো দিক থেকে অভিযোগ খণ্ডনের পাশাপাশি আসে পাল্টা অভিযোগ। মোহাম্মদ আমিরের অবসর যেন দিন দিন একটা সোপ অপেরায় পরিণত হচ্ছে!

প্রধান কোচ মিসবাহ-উল-হক, বোলিং কোচ ওয়াকার ইউনিসদের নিয়ে গড়া পাকিস্তানের কোচিং প্যানেলের কাছে ‘মানসিক অত্যাচারে’র শিকার হচ্ছেন জানিয়ে গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির।

অথচ বাঁহাতি ফাস্ট বোলারের বয়স এখনো মাত্র ২৮! অবসরের সিদ্ধান্তে জানিয়ে দেন, এই প্রশাসনের অধীনে পাকিস্তানের জার্সিতে খেলা সম্ভব না।

এরপর থেকে আমিরের সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে তো কথা চলছেই, কাদা–ছোড়াছুড়িও চলছে সমান্তরালে। নিউজিল্যান্ড সফর থেকে পাকিস্তানে ফেরার পর কাল মিসবাহ এ নিয়ে কথা বলেছিলেন।

জানিয়ে দিয়েছিলেন, আমিরের পারফরম্যান্সের কারণেই তাঁকে দলে নেওয়া হতো না। আজ আমির সেটির জবাব তো দিয়েছেনই, উল্টো মিসবাহ-ওয়াকারের কোচিং জ্ঞান নিয়েও প্রশ্ন উসকে দিয়েছেন!

মিসবাহ-ওয়াকারের কোচিং জ্ঞান নিয়ে প্রশ্ন অবশ্য গত কিছুদিনে এবারই প্রথম ওঠেনি। দল খারাপ করলে যা হয় আরকি! নিউজিল্যান্ডে গিয়ে পাকিস্তান বিধ্বস্ত হয়ে ফেরত এসেছে।

তিন টি-টোয়েন্টির সিরিজে প্রথম দুটিতে হেরে সিরিজ হার নিশ্চিত হওয়ার পর তবু তৃতীয় ম্যাচটা জিতে মুখ রক্ষা করেছে, কিন্তু টেস্টে লড়তেই পারেনি। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে অবশ্য শেষ দিনে পাকিস্তানসুলভ অনেক অনিশ্চয়তার রোমাঞ্চ ছড়িয়ে হেরেছে, ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে উড়েই গেছে।

ওই সিরিজের পর অনেকেই মিসবাহ-ওয়াকার কিংবা ব্যাটিং কোচ ইউনিস খানের কোচিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তবে আমিরের প্রশ্ন তোলাটা হয়তো কিছুটা প্রতিশোধপরায়ণতা থেকেই! গতকালই সংবাদ সম্মেলনে আমিরের অবসরবিষয়ক প্রশ্নে কথা বলেছিলেন মিসবাহ। বলেছিলেন, আমিরের সঙ্গে তাঁর কিংবা ওয়াকারের কোনো ব্যক্তিগত বিরোধ নেই।

তাঁদের অধীনে আমির পাকিস্তান দলে সুযোগ পাননি তাঁর পারফরম্যান্স ভালো ছিল না বলেই। আমির অবসরের পেছনে বোলিং কোচ ওয়াকারের সঙ্গে ব্যক্তিগত বিরোধের দিকে ইঙ্গিত করেছিলেন, সেটি নিয়ে মিসবাহ কাল বলেছিলেন, ‘ওয়াকার ইউনিস ও আমিরকে ঘিরে অনেক কথা হয়েছে, কিন্তু এর কোনো কিছু সত্য নয়। ছয়জন কোচ ছিলেন নির্বাচকের ভূমিকায়, আমি প্রধান নির্বাচক আর অধিনায়কও ছিলেন। তাই এটা কোনোভাবেই সম্ভব না—একজন মানুষ সবার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। পারফরম্যান্সের ভিত্তিতে কেউ তাকে দলে নিতে চায়নি। আমি জানি না, সে কেন বানিয়ে বানিয়ে বলে এমন পরিস্থিতি তৈরি করছে, যার কোনো ভিত্তি নেই।’

লাহোরে আজ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে সেটির জবাবে আমির উল্টো বললেন, ‘পারফরম্যান্সের কারণে আমি দল থেকে বাদ পড়িনি। তাঁরা (মিসবাহ ও ওয়াকার) সংবাদমাধ্যমে যা বলছেন, সেটি আসল ঘটনা থেকে অনেক ভিন্ন।’

এরপরই মিসবাহ-ওয়াকারের কোচিং জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে দেন আমির, ‘ওয়াকার ইউনিস একজন কিংবদন্তি। মিসবাহ-উল হক অসাধারণ একজন অধিনায়ক ছিলেন। কিন্তু কোচিং তো পুরোপুরি ভিন্ন একটা বিষয়। এই ক্ষেত্রে মাঠে নামার আগে আপনাকে শিখতে হবে, কোচিং বিষয়ে প্রয়োজনীয় পড়ালেখা করতে হবে।’

এসব বলে মিসবাহ-ওয়াকারদের চাকরি শঙ্কায় ফেলতে চাচ্ছেন—ব্যাপারটা এমন নয় বলেও দাবি আমিরের, ‘আমি এটা বলছি না পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) উচিত তাঁদের নিজ নিজ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া। কিন্তু এই কোচিং স্টাফের এখনকার যে মানসিকতা, এটা মেনে নিয়ে আমার পক্ষে জাতীয় দলে খেলা সম্ভব নয়।’