আজ শুধু খেলারই দিন

খেলার দুনিয়ার আজ ব্যস্ত এক দিনছবি: সংগৃহীত

‘হ্যালো, আইসিসি, সবকিছু ঠিকঠাক সামলাতে পারছ তো?’

‘এখন একটু ব্যস্ত আছি। পরে যোগাযোগ করব।’

২০১৯ সালের ১৪ জুলাই চলছিল চরম উত্তেজনা। লন্ডনের একদিকে চলছিল ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, ওদিকে চলছিল উইম্বলডন ফাইনাল। দুদিকেই টান টান উত্তেজনা। এখানে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল হলো টাই। খেলা গড়াল সুপার ওভারে। সেখানেও দুই দলের রান সমান।

ওদিকে উইম্বলডনে শেষ সেটে টাইব্রেকারে একে অপরকে একবিন্দু ছাড় দিচ্ছিলেন না রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। এমন টান টান উত্তেজনার মধ্যে টুইটারে নিজেদের মধ্যে এভাবেই মজা করছিলেন উইম্বলডন ও আইসিসির অফিশিয়াল টুইটারের অ্যাডমিনরা।

আজ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আছে
ছবি: বিসিবি

২০২১ সালে দুদিকেই চোখ না রাখলে নয়—এমন কিছু দেখা যায়নি। তবু বাংলাদেশের হিসাবে ১১ জুলাই দিনটি ছিল বিশেষ কিছু। স্থানীয় সময় ১০ জুলাই খেলা হলেও বাংলাদেশের মানুষ ১১ জুলাই ভোরেই দেখেছেন কোপা আমেরিকার ফাইনাল। সে খেলা দেখে দুপুরে আবার বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার হারারে টেস্টের শেষ দিনের উত্তেজনা উপভোগ করেছেন সবাই। এরপর আবার সন্ধ্যায় শুরু হলো উইম্বলডন ফাইনাল! আবারও জোকোভিচের উল্লাসের পর রাতে হয়েছে ইউরোর ফাইনাল। সত্যিকারের খেলার এক দিন যাকে বলে।

কে জানত ২০২১ সালই আরেকটি এমন খেলাময় দিন উপহার দেবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি দেওয়ার পরই ২৪ অক্টোবর দিনটি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। কারণ, প্রায় দুই বছর পর ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যাবে এদিন। কিছুদিন পর লা-লিগাও সে উত্তেজনা বাড়িয়ে দেয়। কারণ, এই মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’র জন্য এই দিনকেই বেছে নিয়েছে লা লিগা। আজই মেসি-উত্তর যুগে প্রথমবারের মতো বার্সেলোনার মুখোমুখি হবে সের্হিও রামোসকে ছেড়ে দেওয়া রিয়াল মাদ্রিদ। আর ২১ অক্টোবর নিশ্চিত হওয়া গেল, ২৪ অক্টোবর বাংলাদেশের মানুষের অন্যদিকে নজর দেওয়ার উপায় নেই। সারা দিনই পড়ে থাকতে হবে খেলা নিয়ে।

চলুন দেখে নেওয়া যাক আজ মানুষকে ব্যস্ত রাখতে খেলার দুনিয়া কী কী আকর্ষণ নিয়ে হাজির হয়েছে।

দুই বছর পর আজ আবার ভারত-পাকিস্তান ম্যাচ
ফাইল ছবি: এএফপি

বাংলাদেশ-শ্রীলঙ্কা

আজ শুরুতেই থাকছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সুপার টুয়েলভের ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল ৪টার এই ম্যাচ দিয়েই সেমিফাইনালে ওঠার দৌড়টা শুরু করবে বাংলাদেশ। ফর্ম বিবেচনায় সুপার টুয়েলভে এ ম্যাচেই বাংলাদেশের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। মুখোমুখি হওয়া সর্বশেষ দুই ম্যাচেও বাংলাদেশের জয়ের রেকর্ড এ ম্যাচ নিয়ে সমর্থকদের আশা বাড়িয়ে দিচ্ছে।

সময়: বিকেল ৪টা। দেখা যাবে: বিটিভি, গাজী টিভি ও টি-স্পোর্টস।

ভারত-পাকিস্তান

দুই বছর পর দেখা হচ্ছে দুই দলের। এ ম্যাচ নিয়ে উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক। আর বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণের ইতিহাসটা এবার পাকিস্তানকে বেশ তাতিয়ে দিচ্ছে। নিজের ঘরের মাঠ হয়ে ওঠা সংযুক্ত আরব আমিরাতেই নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন বাবর আজমরা। কিন্তু বিরাট কোহলিরা ওদিকে আইপিএলে খেলে এরই মধ্যে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন।

সময়: রাত ৮টা। দেখা যাবে: বিটিভি, গাজী টিভি ও টি-স্পোর্টস।

মেসি চলে যাওয়ার পর প্রথম ক্লাসিকো আজ
ফাইল ছবি: রয়টার্স

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

বার্সেলোনার প্রথম বড় পরীক্ষা আজ। এরই মধ্যে বায়ার্ন মিউনিখের সঙ্গে খেলে ফেলেছে বার্সেলোনা। মেসিবিহীন দলটির সেদিনকার খেলা সমর্থকদের মনে ক্রোধের জন্ম দিয়েছে। লিগেও ভালো অবস্থানে নেই দলটি। কিন্তু আজ ক্যাম্প ন্যুতে একটি জয় পরিস্থিতি বদলে দিতে পারে। লিগে ১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল। ওদিকে ১৫ পয়েন্ট নিয়ে আটে বার্সেলোনা।

সময়: রাত ৮টা ৪৫ মিনিট। দেখা যাবে: এমটিভি, তবে বাংলাদেশে এই চ্যানেল আপাতত দেখা সম্ভব নয়। বিভিন্ন অ্যাপ ও স্ট্রিমিং সাইটই ভরসা।

আয়াক্স-পিএসভি আইন্দহোভেন

ডাচ্‌ লিগের সবচেয়ে সফল দুই দলের খেলা। ‘ক্লাসিকো’ ট্যাগটা আয়াক্সের সঙ্গে ফেইনুর্দ ক্লাব অর্জন করে নিলেও প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজে ‘দ্য টপার’ও কম যায় না। লিগে এবার মাত্র ১ পয়েন্টের ব্যবধানে এক ও দুইয়ে আছে আয়াক্স ও পিএসভি। আজকের এই ম্যাচ হয়তো শিরোপাভাগ্য ঠিক করে দেবে।

সময়: রাত ৮টা ৪৫ মিনিট। দেখা যাবে: বাংলাদেশে কোনো চ্যানেলে দেখা সম্ভব নয়। বিভিন্ন অ্যাপ ও স্ট্রিমিং সাইটই ভরসা।

লিভারপুল ও ইউনাইটেড মুখোমুখি হচ্ছে আজ
ফাইল ছবি

ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল

এল ক্লাসিকো বাংলাদেশে সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ হতে পারে; বিশ্বে দর্শকসংখ্যায় কিন্তু এগিয়ে থাকবে ইংলিশ দ্বৈরথ। আর ফর্মে থাকা লিভারপুলের বিপক্ষে আজ কঠিন পরীক্ষা দিতে হবে ইউনাইটেডকে। ক্রিস্টিয়ানো রোনালদোকে পেয়েও লিগে সর্বশেষ তিন ম্যাচে জয় পায়নি ইউনাইটেড। ওদিকে প্রতিপক্ষের মাঠে ইদানীং দুই গোল না দিলে তৃপ্তি পাচ্ছে না ইয়ুর্গেন ক্লপের দল।

সময়: রাত ৯টা ৩০ মিনিট। দেখা যাবে: স্টার স্পোর্টস সিলেক্ট ১, তবে বাংলাদেশে এই চ্যানেলে আপাতত দেখা সম্ভব নয়। বিভিন্ন অ্যাপ ও স্ট্রিমিং সাইটই ভরসা।

রোমা-নাপোলি

ইতালিয়ান ফুটবলে উত্তরাঞ্চলের প্রাধান্য। তার বাইরের দুই শক্তির এই প্রতিদ্বন্দ্বিতাকে ডাকা হয় ‘দার্বি দেল সোল’ বা ‘ডার্বি অব দ্য সান’ নামে। তো, সূর্যের এই লড়াইয়ের একদিকে আছে জোসে মরিনিওর এএস রোমার। লিগে আপাতত চারে আছে রোমা। ওদিকে লিগ টেবিলে দুইয়ে আছে নাপোলি। তবে সেটা ম্যাচ কম খেলার কারণে। আট ম্যাচের আটটিতেই জিতে দুর্দান্ত ফর্মে আছে ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব।

সময়: রাত ১০টা। দেখা যাবে: ভিএইচ ১, তবে বাংলাদেশে এই চ্যানেলে আপাতত দেখা সম্ভব নয়। বিভিন্ন অ্যাপ ও স্ট্রিমিং সাইটই ভরসা।

আজ মাঠে নেইমার, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে
ফাইল ছবি: এএফপি

মার্শেই-পিএসজি

আজ শুধু এল ক্লাসিকোই হচ্ছে না, ‘লে ক্লাসিক’ও উপস্থিত হয়েছে সমর্থকদের জন্য। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের পিএসজি আজ খেলতে যাচ্ছে মার্শেইয়ের মাঠে। শক্তিতে যত তারতম্য থাকুক না কেন, পিএসজিকে পেলেই জ্বলে ওঠে দলটি। মাঠের মারামারি গ্যালারিতেও ছড়িয়ে পড়ে। এ কারণে আজ পিএসজির দর্শকদের মাঠে যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে।

সময়: রাত ১২টা ৪৫ মিনিট। দেখা যাবে: ভিএইচ ১, তবে বাংলাদেশে এই চ্যানেলে আপাতত দেখা সম্ভব নয়। বিভিন্ন অ্যাপ ও স্ট্রিমিং সাইটই ভরসা।

ইন্টার মিলান-জুভেন্টাস

একদিকে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান, ওদিকে তাদের কাছেই নয় বছরের রাজত্ব খোয়ানো জুভেন্টাস। এ ম্যাচ নিয়ে আগ্রহ এমনিতেই চড়া। আর মৌসুম প্রত্যাশিতভাবে শুরু করতে না পারা দুই দলের জন্য আজ জয় পাওয়া জরুরি। একদিকে তিনে আছে ইন্টার। ওদিকে শীর্ষে থাকে থাকা এসি মিলানের চেয়ে ১১ পয়েন্ট কম নিয়ে সাতে আছে জুভেন্টাস।

সময়: রাত ১২টা ৪৫ মিনিট। দেখা যাবে: বাংলাদেশে কোনো চ্যানেলে দেখা সম্ভব নয়। বিভিন্ন অ্যাপ ও স্ট্রিমিং সাইটই ভরসা।

আতলেতিকো মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ

সবাই লা লিগায় ব্যস্ত এল ক্লাসিকো নিয়ে। ওদিকে অধিকাংশ বিশেষজ্ঞের ধারণা, আজ লা লিগায় শিরোপা–নির্ধারণী ম্যাচটা হবে আরও পরে। আজ ঘরের মাঠে লিগের শীর্ষে থাকা সোসিয়েদাদের সঙ্গে খেলবে আতলেতিকো। লিগের শুরুটা ভালো না করায় এবার আট ম্যাচ শেষে পাঁচে আছে আতলেতিকো। আজকের ম্যাচে লিগের টেবিলে অদল-বদল আসতে পারে।

সময়: রাত ১২টা ৪৫ মিনিট। দেখা যাবে: বাংলাদেশে কোনো চ্যানেলে দেখা সম্ভব নয়। বিভিন্ন অ্যাপ ও স্ট্রিমিং সাইটই ভরসা।