এই প্রথম করোনা বদলি দেখল ক্রিকেট

মার্ক চাপম্যান অসুস্থতাবোধ করায় তাঁর বদলি হয়ে মাঠে নামেন বেন লিস্টারছবি: টুইটার

করোনাকালের পৃথিবী ক্রিকেটে নতুন কত কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে! গ্যালারিতে নেই দর্শক, বলে লালা মাখাতে দেখা যাচ্ছে না পেসারদের। খেলোয়াড়দের থাকতে হচ্ছে পুরোপুরি জৈব সুরক্ষিত পরিবেশের মধ্যে। এর বাইরেও কিছু বিষয় আগেই ভেবে রেখেছে আইসিসি।

মাঠে কোনো খেলোয়াড় অসুস্থ করলে কী হবে? ওই তো, ‘কনকাশন বদলি’-এর মতো ‘কোভিড-১৯ বদলি’ নামানো হবে। এটিও দেখে ফেলল ক্রিকেট-দুনিয়া। বেন লিস্টার প্রথম ক্রিকেটার হিসেবে হলেন ‘কোভিড বদলি’।

প্লাঙ্কেট শিল্ডে চার দিনের ম্যাচে আজ ওটাগোর মুখোমুখি হয়েছে অকল্যান্ড। অলরাউন্ডার মার্ক চাপম্যান অসুস্থতাবোধ করা সত্ত্বেও তাঁকে একাদশে রেখে দল গঠন করেছিল অকল্যান্ড। পরে কোভিড-১৯ পরীক্ষার জন্য নেওয়া হয় তাঁকে। এ পরিস্থিতিতে চাপম্যানের বদলি হিসেবে মাঠে নামানো হয় বেন লিস্টারকে। এর মধ্য দিয়ে প্লাঙ্কেট শিল্ড প্রথম টুর্নামেন্ট হিসেবে ‘করোনা বদলি’ নামাল।

গত জুনে করোনা বদলির নিয়ম চালু করে আইসিসি। ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ কোনো ক্রিকেটারের মধ্যে প্রকাশ পেলে সংশ্লিষ্ট খেলোয়াড়ের ধরনেরই (ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান, বোলারের বদলে বোলার) কাউকে মাঠে নামানোর নিয়ম করে ক্রিকেটের নিয়ন্ত্রক এ সংস্থা।

নিউজিল্যান্ডের হয়ে ৬টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলা চাপম্যান বাঁ হাতি স্পিনার। সেঞ্চুরিও আছে ওয়ানডেতে। বাঁ হাতি পেসার লিস্টারের ঝুলিতে রয়েছে ১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা। ওটাগোর প্রথম ইনিংসে ৪০ রানে ১ উইকেট নেন তিনি। চাপম্যান কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হলে এ ম্যাচে আবারও দলে ফিরতে পারবেন।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড এডেন পার্কে আউটার ওভালে প্রথম দিনের খেলা দেখেছেন। চাপম্যানের বদলি নামানো প্রসঙ্গে স্টিড বলেন, ‘সঠিক কাজটি করার জন্য চাপম্যানের জরিমানা না হওয়ায় ভালো লাগছে। আমরা এখন আলাদা এক সময়ে বাস করছি। এটা বুঝিয়ে দেয় ক্রিকেটেও আমরা নিরাপদ নই, তাই অবশ্যই নিয়ম মেনে চলাই সঠিক কাজ।’

অকল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে চাপম্যানের বদলি নামানোর বিষয়টি টুইট করা হয়, ‘৫২৪তম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণিতে অভিষেক ঘটল ওলি প্রিঙ্গলের। মার্ক চাপম্যানের কোভিড-১৯ বদলি হয়ে মাঠে নামছেন বেন লিষ্টার। গতকাল অসুস্থতাবোধ করায় চাপম্যানকে পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করতে হবে।’