‘এক বনে দুই বাঘ’ মানছেন না কপিল

কোহলি না রোহিত? কে ভালো অধিনায়ক হিসেবে?ছবি: রয়টার্স

ভারত জাতীয় দলে তিন সংস্করণের অধিনায়ক বিরাট কোহলি। যদিও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক হিসেবে এখনো শিরোপার মুখ দেখেননি তিনি।

এদিকে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে রোহিত একের পর এক সাফল্য তুলে নেওয়ায় দাবি উঠেছে, টি-টোয়েন্টিতে ভারতের নেতৃত্ব তুলে দেওয়া হোক রোহিতকে।

তবে এই আলোচনায় মোটেও আগ্রহ নেই ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের। তিনি জাতীয় দলের জন্য দুই অধিনায়ক–তত্ত্বের পক্ষে নন।

কপিল দাঁড়িয়েছেন কোহলির পাশে
ছবি: রয়টার্স

কিন্তু কপিল কেন কোহলির পাশে অধিনায়ক হিসেবে রোহিতকে চান না?

প্রশ্নের জবাবে সাবেক এই অধিনায়ক সামনে এনেছেন যুগ যুগ ধরে ভারতীয় দলে চলে আসা সংস্কৃতিকে, ‘আমাদের ক্রিকেটীয় সংস্কৃতিতে একাধিক অধিনায়ক রাখার বিষয়টা কখনোই ছিল না। আপনি কি কোনো বহুজাতিক কোম্পানিতে দুজন প্রধান নির্বাহী দেখেছেন? আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা তা–ই। কোহলি যদি টি-টোয়েন্টি খেলা চালিয়ে যায়, আর ও যদি অধিনায়কত্ব করার জন্য প্রস্তুত থাকে, তাহলে ওকেই অধিনায়ক হিসেবে রাখা উচিত।’

এইচটি অধিনায়কত্ব সম্মেলনের সভায় অনলাইনে উপস্থিত থেকে এ নিয়ে কথা বলতে গিয়ে কপিল তুলে ধরেছেন আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, ‘আমাদের তিন সংস্করণের দল মোটামুটি একই থাকে, সত্তর থেকে আশি শতাংশ খেলোয়াড় তিন সংস্করণেই খেলে। তাই ভিন্ন ভিন্ন চিন্তাধারার দুজন অধিনায়ক রাখার কোনো মানেই হয় না। এটা খেলোয়াড়দের মধ্যে বিভেদটাই বাড়ায়। দুই অধিনায়ক থাকলে খেলোয়াড়েরা মনে করবে—‘‘ও তো আমার টেস্টের অধিনায়ক, তাই ওকে বিরক্ত করাটা ঠিক হবে না।’’’

মুম্বাই অধিনায়ক হিসেবে এবারও আইপিএল শিরোপা জিতেছেন রোহিত শর্মা
ছবি: মুম্বাই ইন্ডিয়ানস টুইটার

কোহলি অধিনায়ক হিসেবে যে তেমন সফল না, এই আলোচনা কিন্তু আজকের নয়। তাঁর নেতৃত্বে দুটি আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বে হেরেছে ভারত। গত সাত বছরে একবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা এনে দিতে পারেননি কোহলি।

কিন্তু একই বছর মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হওয়া রোহিত শর্মা গুনে গুনে পাঁচবার চ্যাম্পিয়ন করিয়েছেন দলকে। কিছুদিন আগে ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর বলেছিলেন, ভারতের দুর্ভাগ্য যে রোহিতকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়নি। কপিল অবশ্য দাঁড়ালেন কোহলির পাশেই।