এখন বড় দলগুলো চাপে থাকবে

সাবেক অধিনায়ক খালেদ মাসুদপ্রথম আলো ফাইল ছবি

দুই দলের ক্রিকেটীয় শক্তি বিচারে পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় হয়তো তেমন কিছু নয়; কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে পয়েন্ট টেবিলের সমীকরণ বিচারে কালকের জয়ে চাপ থেকে বেরিয়ে এল বাংলাদেশ। কারণ, এই রাউন্ডে খেলার সময় বাংলাদেশ বেশ চাপে ছিল। প্রতিপক্ষ দলগুলো ছিল বাংলাদেশের তুলনায় কিছুটা দুর্বল। এ ধরনের দলগুলোর বিপক্ষে খেলতে গেলে সব সময়ই চাপ থাকে। আর এটা তো টেস্ট ম্যাচ নয়, টি-টোয়েন্টি—এ সংস্করণে দলগুলোর মধ্যে পার্থক্য তেমন থাকে না।

প্রথম ম্যাচেই স্কটল্যান্ড বাংলাদেশকে হারিয়ে অসাধারণ সূচনা করল। ব্যাটিং-জড়তা থাকায় বাংলাদেশ সে ম্যাচ বের করতে পারেনি। কিন্তু পরের দুই ম্যাচে বাংলাদেশ ভালো খেলেছে। আমি মনে করি কালকের জয়টা বাংলাদেশ দলকে অনেক দূর এগিয়ে দেবে। বিশাল একটা চাপ থেকে মুক্তি পেল বাংলাদেশ। সুপার টুয়েলভে ওঠায় মাহমুদউল্লাহর দলকে অভিনন্দন।

পাপুয়া নিউগিনির বিপক্ষে রেকর্ড ছুঁলেন সাকিব
ফাইল ছবি: আইসিসি

বাংলাদেশ কোন গ্রুপে পড়বে, তা এখনই বলতে পারছি না। তবে আমি মনে করি যে গ্রুপে পড়বে, সেখানেই ভালো খেলবে। পরের রাউন্ডে বাংলাদেশের তো কোনো চাপ নেই, উল্টো ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলো বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার চাপে থাকবে—ঠিক যে বিষয়টি প্রথম রাউন্ডে বাংলাদেশের সঙ্গে ঘটেছে অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর বিপক্ষে।

সুপার টুয়েলভের দলগুলো টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে ভালো খেলে। ভারত-পাকিস্তানের গ্রুপ কিংবা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার গ্রুপে সে ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে বাংলাদেশ। এ কারণে কালকের জয়ে আমি মনে করি সুপার টুয়েলভে বাংলাদেশ চাপমুক্ত ক্রিকেট খেলতে পারবে, অনেক ভালো খেলবে।

প্রথম রাউন্ডে প্রতিপক্ষ দলগুলো ছিল বাংলাদেশের তুলনায় কিছুটা দুর্বল
ছবি: আইসিসি

পাপুয়া নিউগিনির বিপক্ষে কিছু উন্নতি চোখে পড়েছে। আগের দুই ম্যাচে পাওয়ারপ্লে এবং শেষের ৫ ওভারে আমরা ভালো করতে পারিনি। টি-টোয়েন্টিতে এ দুটি জায়গা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ৬ ওভারে আগের দুই ম্যাচের তুলনায় কাল ১ উইকেটে ৪৫ রান বেশ ভালো। শেষ ৫ ওভারেও বেশ ভালো রান উঠেছে। লিটন দাসও রান পেয়েছে। তার ২৯ রানের ইনিংসটি আত্মবিশ্বাস জোগাবে। এটার দরকার ছিল। এ ছাড়া কাল দলের সবাই মোটামুটি কম-বেশি রান পেয়েছেন। সুপার টুয়েলভের আগে এটা খুব ভালো ইঙ্গিত।