এবার ক্লাসেনের কাছে হার ভারতের

আজ ক্লাসেনের কাছ হেরেছে ভারতছবি: এএফপি

শেষ দিকে হঠাৎই ২ উইকেট হারিয়ে বসল দক্ষিণ আফ্রিকা। ভারতের ১৪৮ রান তাড়া করতে নেমে ৪ উইকেটে ১৪৪ রান তুলে ফেলে সহজ জয়ের পথেই ছিল প্রোটিয়ারা। কিন্তু ১৪৪ আর ১৪৭ রানে পরপর দুটি উইকেট হারিয়ে জয়টাকেই বিলম্বিত করল তারা। যে ম্যাচ ৬ উইকেটে জেতার কথা, সেটি তারা জিতল ৪ উইকেটে। দিল্লির পর কটকে ভারতকে হারিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০-তে এগিয়ে গেল টেম্বা বাভুমার দল।

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে রানের পাহাড় গড়েছিল ভারত। কিন্তু রাইলি ফন ডান ডুসেন আর ডেভিড মিলারের ব্যাটে সেই রান টপকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আজ কটকে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সেই ধুম-ধাড়াক্কাটা খুঁজে পাওয়া যায়নি ভারতীয় দলের ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত ইশান কিষানের ২১ বলে ৩৪, শ্রেয়াল আইয়ারের ৩৫ বলে ৪০ আর শেষের দিকে দিনেশ কার্তিকের ২১ বলে ৩০ রানে নিজেদের সংগ্রহটাকে ১৪৮-এ নিতে পারে ভারত। সেই রান তাড়া করতে নেমে ভুবনেশ্বর কুমারের বলে প্রায় পথ হারানোর দশা হয়েছিল দক্ষিণ আফ্রিকার। ২৯ রানে ৩ উইকেট হারানো দলকেই পথে নিয়ে আসেন অধিনায়ক টেম্বা বাভুমা (৩০ বলে ৩৫) আর হেনরিখ ক্লাসেন (৪৬ বলে ৮১)। এ দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে ৪১ বলে ৬৪ রান যোগ করে দলকে বিপদমুক্ত করেন। এরপর মিলারের সঙ্গে ক্লাসেন পঞ্চম উইকেটে ২৮ বলে ৫১ রান যোগ করে ম্যাচটা পুরোপুরি নিজেদের করে নেন।

ভুবনেশ্বর কুমার আশা জাগিয়েছিলেন ভারতের
ছবি: এএফপি

ভারতের ১৪৮ রানের স্কোর তাড়া করতে নেমে ৫ রানেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হন রিজা হেনড্রিক্‌স। কুইন্টন ডি কক ছিলেন না, হাতের চোটে। কিন্তু ডোয়াইন প্রিটোরিয়াস আর রাইলি ফন ডার ডুসেনও ভুবনেশ্বর কুমারের বলে আত্মসমর্পণ করেন। ভুবনেশ্বর তাঁর তিন ওভারে ৩ উইকেট তুলে নিয়ে ভারতকে আশা দেখিয়েছিলেন। কিন্তু অন্য বোলাররা তাঁর ধার কাছ দিয়েও যেতে না পারায় ভারতের পথের কাঁটা হয়ে দাঁড়ান টেম্বা বাভুমা আর হেনরিখ ক্লাসেন। বাভুমা কিছুটা ধীরে সুস্থে খেললেও ভারতীয় বোলিং আক্রমণকে মার কাটারি ব্যাটিংয়ে রীতিমতো ধ্বংস করে দেন হেনরিখস। বাভুমা ৯৪ রান ফিরলে কিছুটা আশার সঞ্চার হয়েছিল ভারতীয় শিবিরে, কিন্তু হেনরিখ আর মিলার মিলে সেই আশাটুকুও মিলিয়ে দেন হাওয়ায়। আইপিএলে পার্পেল ক্যাপ পাওয়া যুজবেন্দ্র চাহালকে বেশ ভালোই মেরেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। ৪ ওভারে তিনি দিয়েছেন ৪৯ রান। উইকেট নিয়েছেন মাত্র একটি। তবে অক্ষর প্যাটেল এক ওভারে ১৯ রান দেওয়ার পর অধিনায়ক ঋষভ পন্ত কেন তাঁকে আর ফেরালেন না, সেটি বোধগম্য নয়। ভুবনেশ্বর ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। হর্ষণ প্যাটেল ১৭ রানে নিয়েছেন একটি। আবেশ খান ৩ ওভারে ১৭ রান দিলেও উইকেট পাননি। হার্দিক পান্ডিয়া ব্যাটের পাশাপাশি বল হাতেও ছিলেন ব্যর্থ। ৩ ওভারে ৩১ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি।

দক্ষিণ আফ্রিকার জয়ে আজও অবদান রেখেছেন ডেভিড মিলার
ছবি: এএফপি

প্রথমে ব্যাটিং করা ভারতীয় ব্যাটসম্যানদের আজ সেভাবে দাঁড়াতেই দেননি দক্ষিণ আফ্রিকান বোলাররা। শুরুতেই ওপেনার রুতুরাজ গায়কোয়াড়কে হারায় ভারত। ইশান কিষান ও শ্রেয়শ আইয়ার এরপর প্রাথমিক ধাক্কাটা সামলে ওঠার চেষ্টা করেন ৪৫ রানের জুটি গড়ে। কিন্তু ঋষভ পন্ত আর হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে কিছুই পায়নি ভারত। ১৭তম ওভারে ভারতের সংগ্রহ ছিল ১১২। সেই জায়গা থেকেই দলকে ১৪৮-এ পৌঁছে দেন দিনেশ কার্তিক ও হর্ষল প্যাটেল। শেষ তিন ওভারে তাদের কল্যাণেই ভারত তুলেছিল ৩৬ রান।

ব্যাটিং ব্যর্থতার পর স্পিনারদের জ্বলে উঠতে না পারায় দ্বিতীয় ম্যাচেও হারল ভারত। সিরিজ জিততে বাকি তিনটি ম্যাচে সব বিভাগকেই জ্বলে উঠতে হবে ভারতের।