এবার বিতর্কিত সিদ্ধান্ত পক্ষে পেল ভারত

পেইনের আউট আবার উত্তেজনা ছড়াল।ছবি: এএফপি

প্রথম ইনিংসে রানআউট হওয়া থেকে যেভাবে বেঁচেছেন টিম পেইন, সেটি নিয়ে বিতর্ক হয়েছে ঢের। পেইনকে রানআউট না দেওয়ায় বেশ খেপেছিল ভারতীয় সমর্থকেরা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলীয় অধিনায়কই ড্রেসিংরুমে ফিরেছেন বিতর্কিত এক আউটের শিকার হয়ে!

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৪৭.৪ ওভারে রবীন্দ্র জাদেজার অফ স্টাম্পের বাইরে বাঁক নেওয়া বলটা বেশ লাফিয়ে উঠেছিল। পেইন বলটা পেছনের পায়ে ভর করে কাট করতে চেয়েছিলেন। বল ব্যাটের কানায় লেগে উইকেটকিপার ঋষভ পন্তের গ্লাভসে গেছে কি না, এই নিয়েই প্রশ্ন। আম্পায়াররা অবশ্য ভারতীয় ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দেননি। তবে অজিঙ্কা রাহানে ছিলেন আত্মবিশ্বাসী, দ্রুত রিভিউ নিতে ভুল করেননি ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক।

হটস্পট বলছে বল পেইনের ব্যাটের কানা ছোঁয়নি, আবার স্নিকো দেখাচ্ছে বল ব্যাটে লেগেছে!
ছবি: টুইটার

টিভি আম্পায়ার পল উইলসন হটস্পটে কিছু খুঁজে না পেলেও স্নিকোতে দেখতে পান দাগ! আর তাতেই পেইনের আউট ঘোষণা দেন উইলসন। অ্যাডিলেডের মতো মেলবোর্নেও দল পড়েছে ব্যাটিং বিপর্যয়ে। সেই বিপর্যয় কাটিয়ে ওঠার লড়াইয়ে আর নামা হয়নি পেইনের। মাত্র ১ রানে ফেরা অস্ট্রেলিয়া অধিনায়কের পক্ষে তাই আম্পায়ারের সিদ্ধান্ত মানা কঠিনই ছিল।

বিতর্কিত আউট নিয়ে উইলসন অবশ্য আইসিসির সাবেক আম্পায়ার প্রধান সাইমন টাফেলকে পাশে পাচ্ছেন, ‘শব্দের চেয়ে আলো দ্রুত গতিতে ছোটে। এ কারণেই হয়তো সময়ের একটু পার্থক্য হয়েছে।’

বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে পেইন ১৩ রান করতে পেরেছিলেন রানআউট থেকে বিতর্কিতভাবে বেঁচে যাওয়ায়। দ্রুত রান নিতে ছুটেছিলেন পেইন ও ক্যামেরন গ্রিন। স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প ভেঙে দেন ঋষভ পন্ত। প্রাথমিকভাবে মনে হয়েছিল অস্ট্রেলীয় অধিনায়ক আউট। কিন্তু টিভি আম্পায়ার বারবার দেখেও নট আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন। দ্বিতীয় ইনিংসে সেই পেইন আউট হলেন প্রশ্নবিদ্ধ আউটেই।

মেলবোর্নে এগিয়ে আছে ভারত।
ছবি: এএফপি

পেইনের আউট নিয়ে প্রশ্ন থাকলেও অস্ট্রেলীয় সংবাদমাধ্যম প্রশ্ন তুলেছে ওপেনার জো বার্নসের একাদশে জায়গা নিয়ে। মেলবোর্ন টেস্টে দুই ইনিংসে করেছেন ০ ও ৪ রান। সর্বশেষ ১৩টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১০.৪ গড়ে করেছেন ১২৫ রান। তৃতীয় টেস্টে চোট কাটিয়ে ডেভিড ওয়ার্নার ফিরলে বার্নসকে ছিটকে যেতে হতে পারে একাদশ থেকে। শুধু বার্নসই নয়, অস্ট্রেলিয়ার পুরো ব্যাটিংই কাঠগড়ায় উঠে গেছে।

দলের চার ফাস্ট বোলারের তিনজনই নেই ভারতীয় একাদশে। চোটে পড়ায় ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদবকে ছাড়াই খেলতে হচ্ছে ভারতকে। তবু ভারতীয় বোলিং আক্রমণকে খুব একটা সামলাতে পারছেন না অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। বিষয়টি নিশ্চিতভাবেই ভাবিয়ে তুলছে দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারকে।