ওমানকে হারাতে পারবে বাংলাদেশ?

আজ ওমানের মুখোমুখি হবে বাংলাদেশছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। স্কটল্যান্ডের কাছে হারে পথটা কঠিন করে ফেলেছে মাহমুদউল্লাহর দল।

আজ আল আমেরাত স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে। সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে টিকে থাকতে এ ম্যাচ জেতা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।

আজ মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয়েছে স্কটল্যান্ড। এ ম্যাচের ফলের ওপরও বাংলাদেশের বিশ্বকাপ–ভাগ্য নির্ভর করছে।

স্কটল্যান্ড পাপুয়া নিউগিনিকে হারিয়ে দিলে টুর্নামেন্টে টিকে থাকতে ওমানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। কারণ, বাংলাদেশ হারলে ওমান ও স্কটল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে সমান ৪।

নিজেদের শেষ ম্যাচ খেলার আগেই বাদ পড়ে যাবে বাংলাদেশ। স্কটল্যান্ড ও বাংলাদেশ আজ নিজ নিজ ম্যাচ জয় পেলে জমে উঠবে গ্রুপ পর্বের লড়াই।

কিন্তু স্কটল্যান্ড আজ হারলে সমীকরণ পাল্টে যাবে বাংলাদেশের। তখন নিজেদের পরের দুটি ম্যাচ জিতলেই সুপার টুয়েলভে উঠবে বাংলাদেশ। সে ক্ষেত্রে আজ রাতে ওমানকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখতে হবে মাহমুদউল্লাহর দলকে।

নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারানো ওমানের বিপক্ষে কি জিততে পারবে বাংলাদেশ? ভোটে আপনার মতামত দিন।

প্রথম ম্যাচ জিতে ওমান ও স্কটল্যান্ড দুই দলই ২ পয়েন্ট পেয়েছে। তবে শ্রেয়তর রানরেট (+৩.১৩৫) নিয়ে শীর্ষে ওমান। ওদিকে (+০.৩ রানরেট) দুইয়ে স্কটল্যান্ড। শূন্য পয়েন্ট নিয়ে নেতিবাচক (-০.৩) রানরেট নিয়ে তিনে বাংলাদেশ। নেট রানরেটে অনেক পিছিয়ে থাকা (-৩.১৩৫) পাপুয়া নিউগিনি চারে।