ওয়ানডের চ্যালেঞ্জের অপেক্ষা

হারারেতে আজ প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের। ১৬ জুলাই শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশের অনুশীলনে মাহমুদউল্লাহ ও মিঠুন, কাল হারারেতে।ছবি: বিসিবি

টেস্ট জয় যতটা সহজে এসেছে, ওয়ানডেতে যে জয়টা তত সহজ হবে না, অধিনায়ক তামিম ইকবাল সেটা আগেই বলে দিয়েছেন। টেস্টের তুলনায় জিম্বাবুয়ের ওয়ানডে দল ভালো। কোনো এক ‘সুন্দর’ সকালে হয়তো তারা বাংলাদেশের ৩-০–তে সিরিজ জয়ের স্বপ্ন ভেঙেও দিতে পারে।

হ্যাঁ, হারারের কন্ডিশনে জিম্বাবুয়ের ‘সুন্দর’ সকাল মানেই বাংলাদেশের অসুন্দর দিনের শুরু। ১৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে আজকের প্রস্তুতি ম্যাচে তাই আরও একবার এখানকার জল-হাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ারই চেষ্টা করবে তামিম ইকবালের দল।

অবশ্য ম্যাচটা সিরিজের ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব মাঠে হবে না, হবে হারারের অদূরের তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে ক্রিকেট একাদশ, যে দলের কিছু খেলোয়াড়ের ওপর আজ বিশেষভাবেই দৃষ্টি থাকবে জিম্বাবুয়ের নির্বাচকদের। এ ম্যাচ দেখেই ওয়ানডের দল সাজাবেন তাঁরা। তার আগে অবশ্য কাল সকালে হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিকদের অনুশীলনে দেখা গেছে সিকান্দার রাজা, টেন্ডাই চাতারা, চামু চিবাবাদের।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটা সহজ হবে না বাংলাদেশের জন্য
ছবি: প্রথম আলো

ওয়ানডে সিরিজ সামনে রেখে বিকেলে একই মাঠে তুমুল অনুশীলন করেছে বাংলাদেশ দলও। পাশাপাশি তিন নেটে ব্যাটিং-বোলিং চলেছে একসঙ্গে। ওদিকে মূল মাঠে ক্যাচ অনুশীলন, এই সিরিজে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। ক্যাচ মিস তো ম্যাচ মিস—সাম্প্রতিক সিরিজগুলোতে যে নিয়মিতই এই বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে হয়েছে বাংলাদেশকে!

অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন অবশ্য মনে করেন, ওয়ানডেতেও সব দিক দিয়ে এগিয়ে বাংলাদেশই। কারণ, দলে ব্যাটিং-বোলিং দুটোই করার মতো ক্রিকেটার যেমন অনেক আছে, তেমনি আছে তারুণ্য আর অভিজ্ঞতার মেলবন্ধন। আলাদা করে তরুণদের এই সিরিজ থেকে অনেক কিছু পাওয়ার দেখেন তিনি, ‘আমরা যারা একই সঙ্গে বাংলাদেশ দলে খেলা শুরু করেছি তাদের জন্য দলে জায়গা পাকা করার এটাই সঠিক সময়। ধারাবাহিক পারফরমার হলে অবশ্যই দলে জায়গা পাকাপোক্ত হবে। তাতে দলও লাভবান হবে।’

হারারেতে চলছে ওয়ানডে সিরিজের পূর্ণ প্রস্তুতি
ছবি: বিসিবি

ওয়ানডের আগে একটা ভালো খবর, টি-টোয়েন্টি সিরিজে খেলার ব্যাপারে নিজের মত বদলেছেন মুশফিকুর রহিম। এর আগে কথা ছিল জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি তিনি খেলবেন না। দেশে ফিরে যাবেন ওয়ানডে সিরিজের পরই। কিন্তু কাল জানা গেল মুশফিক টি-টোয়েন্টি সিরিজও খেলবেন কারণ, এখন দল থেকে বিচ্ছিন্ন হলে আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের দলে যোগ দেওয়ার আগে তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে। সে ঝামেলা এড়াতেই তাঁর সিদ্ধান্ত বদল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন অবশ্য জানিয়েছেন, এ ব্যাপারে আজ তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।