ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখা যাবে বিনা মূল্যে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের খেলা দেখা যাবে আইসিসি টিভিতেছবি: এএফপি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় প্রথম টেস্টের আগে প্রথম আলোর ক্রীড়া বিভাগে অনেক পাঠকই ফোন করেছিলেন। তাঁদের জিজ্ঞাসা ছিল একটাই—কোথায় দেখা যাবে বাংলাদেশের খেলা! বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টটি কোনো টেলিভিশন চ্যানেলে দেখা যায়নি। আইসিসিটিভি ম্যাচটি সম্প্রচার করেছে। তবে সেটি দেখার জন্য ২ ডলার খরচ করতে হয়েছে। দুই টেস্টের জন্য আইসিসিটিভি সাবস্ক্রাইব করতে হয়েছে এই অর্থ দিয়ে।

তবে সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশে উন্মুক্ত করে দিয়েছে আইসিসি। বাংলাদেশ থেকে আইসিসি টিভিতে ম্যাচটি বিনা পয়সায় দেখা যাবে বলে ঘোষণা দিয়েছে তারা। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শিগগিরই ঘোষণা দেবে বলেও উল্লেখ করেছে আইসিসি।

আরও পড়ুন
অ্যান্টিগায় প্রথম টেস্টে বাংলাদেশের জন্য এমন আনন্দের মুহূর্ত খুব বেশি আসেনি
ছবি: এএফপি

আইসিসি জানিয়েছে, আইসিসিডটটিভিতে (ICC.tv) ম্যাচটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে। তবে ম্যাচটি অন্য কোথাও সম্প্রচার করা হবে না। কিন্তু কাল বাংলাদেশের খেলাধুলার চ্যানেল টি-স্পোর্টস জানিয়েছে ২৪ জুন থেকে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট তারাও সরাসরি সম্প্রচার করবে। এ বিষয়ে চ্যানেলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পরবর্তী অংশের খেলা তারা সম্প্রচার করবেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের খেলাগুলো সরাসরি সম্প্রচার হবে কি না, এ শঙ্কা আগেই ছিল। কোনো বাংলাদেশি টিভি চ্যানেল সম্প্রচারস্বত্ব না কেনায় ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের মধ্যকার অ্যান্টিগা টেস্টের খেলা টিভিতে দেখা যায়নি।

আরও পড়ুন
অ্যান্টিগায় প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
ছবি: এএফপি

সিরিজের ম্যাচগুলো বাংলাদেশে দেখানোর স্বত্ব বাংলাদেশেরই প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস ম্যানেজমেন্টের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে প্রতিষ্ঠানটি স্বত্ব কিনলেও সেটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের কাছে বিক্রি করতে পারেনি। কোনো উপায় না দেখে বিসিবি ও টোটাল স্পোর্টস দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।

পরে বিসিবি ও টোটাল স্পোর্টসের যৌথ প্রচেষ্টায় আইসিসি টিভিতে টেস্ট সিরিজ সম্প্রচারের ব্যবস্থা হয়। কিন্তু বাংলাদেশের অনেক দর্শকের কাছে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড না থাকায় বিসিবিকে ভিন্ন চিন্তা করতে হয়। টেস্ট শুরুর আগে থেকেই তাই বিসিবি ও টোটাল স্পোর্টস সিরিজটি বিনা মূল্যে দেখানোর চেষ্টা করছিল। অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন থেকে নিজেদের ফেসবুক পেজ থেকে খেলা দেখাতে শুরু করেছিল বিসিবি। তবে সেই সম্প্রচার বারবার বিঘ্নিত হয়েছে।

আরও পড়ুন