করোনা আক্রান্ত দুই শ্রীলঙ্কান ক্রিকেটার

করোনা পজিটিভ দুই শ্রীলঙ্কান ক্রিকেটার।
ছবি: টুইটার

বাংলাদেশ সফরের প্রস্তুতি ক্যাম্পের প্রাথমিক দলে ছিলেন দুই শ্রীলঙ্কান অলরাউন্ডার ধনাঞ্জয়া লক্ষ্মণ ও ঈশান জয়রত্নে। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় এখন মূল দলে থাকা নিয়ে প্রশ্ন জাগছে। ১৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সফরে রয়েছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সফর সামনে রেখে অনুশীলনও শুরু করে দিয়েছে শ্রীলঙ্কার প্রাথমিক দল।

কিন্তু পুরো দলের করোনা পরীক্ষা করা হলে ধনাঞ্জয়া ও ঈশানের করোনা ধরা পড়ে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের খবর, প্রাথমিক দলে থাকা পেসার শিরান ফার্নান্ডো আগেই কোভিড পজিটিভ হন। তিনি গতকালই কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু কোয়ারেন্টিনে যাওয়ার আগে ধনাঞ্জয়া ও ঈশান দুজনই ফার্নান্ডোর সংস্পর্শে এসেছিলেন।

দুজনকেই এখন কোয়ারেন্টিন করতে হচ্ছে। বাংলাদেশ সফরের আরও ৮ দিন বাকি। এর মধ্যে করোনা পরীক্ষায় নেগেটিভ হলে সফরের জন্য বিবেচনায় আসতে পারেন এই দুই ক্রিকেটার। ধনাঞ্জয়া লঙ্কা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করেছেন। ভালো ফর্মে ছিলেন ঈশানও।

বাংলাদেশের বিপক্ষে এবার ওয়ানডে খেলার পালা শ্রীলঙ্কার।
ফাইল ছবি: এএফপি

এবার অভিজ্ঞদের বাদ দিয়ে ঈশানদের মতো তরুণ ক্রিকেটার নিয়ে বাংলাদেশে আসার পরিকল্পনা করছে শ্রীলঙ্কা। সামনে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে এখনই ওয়ানডে, টি-টোয়েন্টি দল ঢেলে সাজাচ্ছে লঙ্কান নির্বাচকেরা। সেই প্রক্রিয়ার শুরুটা হচ্ছে বাংলাদেশ সিরিজ দিয়েই।

ক্রিকেট শ্রীলঙ্কার সূত্র উদ্ধৃত করে শ্রীলঙ্কার একটি স্থানীয় পত্রিকা লিখেছে, ‘এটা কঠিন সিদ্ধান্ত। আমরা অভিজ্ঞদের ওপর দীর্ঘদিন ধরেই আস্থা রেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারছি কি না। যখন কুশল পেরেরাসহ তরুণ ক্রিকেটাররা দলে আসবে, তখন অনেক অভিজ্ঞরা জায়গা হারাবে। আমরা হয়তো তরুণদের নিয়ে শুরুতে কিছু ম্যাচ হারব, কিন্তু ওদের সময় দিলে এই তরুণেরাই এক-দেড় বছর পর ভালো ফল বয়ে আনবে।’

অভিজ্ঞদের বাইরে রেখে তরুণদের সুযোগ দেওয়ার উদাহরণ ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই দেখিয়েছে শ্রীলঙ্কা। দলে অভিজ্ঞ চান্ডিমাল থাকলেও পাল্লেকেলের দুই টেস্টেই পাথুম নিশাঙ্কাকে একাদশে রেখেছে মিকি আর্থারের দল। এবার বাংলাদেশ সফরেও ওসাদা ফার্নান্ডো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আভিস্কা ফার্নান্ডো, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারাদের রেখে দল সাজানোর কথা শ্রীলঙ্কার।