করোনার লড়াইয়ে ৪৫ কোটি রুপি দিচ্ছে বেঙ্গালুরু

বিরাট কোহলির মতো তাঁর দল বেঙ্গালুরুও এগিয়ে এল ভারতের করোনার বিরুদ্ধে লড়াইয়ে।ছবি: টুইটার

করোনার দ্বিতীয় ঢেউ এখনো চলছে ভারতে। সংক্রমণের হার কয়েক দিন ধরে একটু কমে এসেছে। নিয়মিত তিন লাখ সংক্রমণের খবর পাওয়া ভারতে এখন দিনে সংক্রমিতের সংখ্যা আড়াই লাখের নিচে। কিন্তু মৃত্যুর হার কমছে না। দেশটির স্বাস্থ্যব্যবস্থা রীতিমতো ধুঁকছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

আইপিএল চলার সময়ই করোনায় আক্রান্তদের সাহায্যে এগিয়ে এসেছিলেন খেলোয়াড়েরা ও ফ্র্যাঞ্চাইজি দল। বিদেশিদের মধ্যে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ব্রেট লিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বিরাট কোহলি তাঁর স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে একটি তহবিল গঠন করেছিলেন। এবার কোহলির ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও মহৎ এক সিদ্ধান্ত নিয়েছে। করোনা আক্রান্তদের সাহায্যার্থে ৪৫ কোটি রুপি দান করার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরুর মালিকপক্ষ ডিয়াজিও।

ফ্র্যাঞ্চাইজির মূল মালিক ডিয়াজিওইন্ডিয়া ভারতের স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য বড় অঙ্কের অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত প্রদেশের অন্তত একটি জেলায় স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের চেষ্টা করবে তারা। সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহের দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে ২১টি জেলায় অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করছে। এ ছাড়া ১৫টি শহরে ১৬ বিছানার ছোট-হাসপাতাল পাঠানো হয়েছে, যাতে হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা হলেও কমে।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পরিচালক ও প্রধান নির্বাহী আনন্দ ক্রিপালু বলেছেন, কঠিন সময়ে ভারতের মানুষের পাশে দাঁড়াতে চান তাঁরা, ‘দেশ অভাবনীয় মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সরকারকে এ ব্যাপারে সাহায্য করতে চাই এবং ভারতের মানুষের পাশে দাঁড়াতে চাই। দীর্ঘস্থায়ী চিকিৎসা সরঞ্জাম, বিশেষ করে হাসপাতালের বিছানা এবং অক্সিজেন খুব দরকার হচ্ছে। আশা করি, প্রতি রাজ্য ও কেন্দ্রশাসিত প্রদেশগুলোতে আমরা সাহায্য করতে পারব এবং ভারতের পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারব।’