করোনায় প্রায় শেষ অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্ন

ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে স্লো ওভার রেটের জন্য পয়েন্ট কাটা পড়ার জ্বালা সইতে হবে অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইনকেছবি: টুইটার

মার্চের দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতির কারণে সফর স্থগিত করা ছাড়া ‘আর কোনো উপায় ছিল না’ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ), দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে এ কথাই জানিয়েছে সিএ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নিক হকলি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা পরিষ্কার, এ মুহূর্তে অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকায় যাওয়াটা আমাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের অগ্রহণযোগ্য মাত্রার স্বাস্থ্যঝুঁকিতে ফেলত।’

এদিকে জুনে লর্ডসে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে স্থগিত হওয়া এ সিরিজ মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। তাতে অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন প্রায় মুছেই গেল। আর তিন ম্যাচের এই সিরিজ স্থগিত হওয়ায় ফাইনালে উঠল নিউজিল্যান্ড।

আইসিসির টুইট, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে তিন দলের যে সম্ভাবনা, তা নির্ভর করছে ভারত-ইংল্যান্ড সিরিজের ফলের ওপর।’ অর্থাৎ নিউজিল্যান্ড যে টেবিলের দুইয়ে থাকছে, তা নিশ্চিত।

৭১.৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে ভারত। নিউজিল্যান্ড ৭০ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় ৬৯.২ শতাংশ পয়েন্ট নিয়ে তিনেই থাকল অস্ট্রেলিয়া।

৬৮.৭ শতাংশ পয়েন্ট নিয়ে চারে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ফাইনালে খেলার স্বপ্ন টিকে আছে ভারত-ইংল্যান্ড সিরিজের ফলের ওপর। তবে ফাইনালে খেলার দৌড়ে ইংল্যান্ড ও ভারত অনেক এগিয়ে অস্ট্রেলিয়ার চেয়ে।

গত ডিসেম্বরে মেলবোর্নে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে স্লো ওভার রেটের কারণে অস্ট্রেলিয়ার ৪ পয়েন্ট কাটা পড়ে। এই পয়েন্ট কাটা না গেলে টেবিলে নিউজিল্যান্ডের ওপরে থাকত অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়াকে ফাইনালে ওঠার আগে শুধু প্রার্থনা করে ভারত-ইংল্যান্ড সিরিজে অনেক যদি-কিন্তু মেলাতে হবে।

অস্ট্রেলিয়া ফাইনালে খেলবে যদি, চার ম্যাচের এই টেস্ট সিরিজ ০-১, ০-২ কিংবা ১-২ ব্যবধানে জেতে ইংল্যান্ড। ভারত ১-০ ব্যবধানে জিতলে কিংবা সিরিজ ড্র হলেও ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া, জানিয়েছে আইসিসি।

ফাইনালে উঠতে ৬৮.৭ শতাংশ পয়েন্ট নিয়ে চারে থাকা ইংল্যান্ডকে শীর্ষ দল ভারতের (৭১.৭ শতাংশ) বিপক্ষে সিরিজে অন্তত তিন ম্যাচ জিততে হবে। আর ইংলিশরা ওই ব্যবধানে জিতলে ভারত পেছনে পড়ে যাবে নিউজিল্যান্ডের।

ভারতের সামনে লক্ষ্যটা বাকি দুই দলের চেয়ে সহজ। ঘরের মাঠে এই টেস্ট সিরিজ ২-০, ২-১, ৩-০, ৩-১, ৪-০ ব্যবধানে জিতলে ফাইনালে উঠবে বিরাট কোহলির দল। এর বাইরে সিরিজে অন্য কোনো ফল ভারতকে ছিটকে ফেলবে ফাইনালে ওঠার পথ থেকে।