করোনায় শেষ মুহূর্তে স্থগিত ওয়েস্ট ইন্ডিজ–অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে

স্থগিত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ–অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডেফাইল ছবি

করোনায় স্থগিত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে। ওয়েস্ট ইন্ডিজ দল সংশ্লিষ্ট এক কর্মী করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়ার পর স্থগিত করা হয় ম্যাচ। ব্রিজটাউনের এই ম্যাচে টস হয়ে গিয়েছিল। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালেক্স ক্যারি। কিন্তু ম্যাচ শুরুর কিছু সময় পূর্বে পাওয়া যায় করোনা পজিটিভের এই খবর। এরপরই স্থগিত করা হয় ম্যাচ। দুই দলকেই তাৎক্ষিণক ফেরত পাঠানো হয় হোটেলে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ পরে এক বিবৃতিতে ম্যাচ স্থগিতের খবর নিশ্চিত করে, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড় নন এমন একজন কোভিড–১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে স্থগিত করা হয়েছে। কেনসিংটন ওভালে টস হয়ে যাওয়ার পর এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।’

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সেই বিবৃতিতেই জানিয়েছে এরপর কী করা হবে সেটি, ‘কোভিড–১৯ এর বিধি মেনে দুই দলের সবাইকে ও ম্যাচ অফিশিয়ালদের হোটেলে পাঠানো হয়েছে। সেখানে আজই তাঁদের আবারও করোনা পরীক্ষা করানো হবে। পিসিআর টেস্টের ফল না পাওয়া পর্যন্ত সবাইকে যার যার কক্ষে আইসোলেশনে থাকতে হবে। পরীক্ষার ফল পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে এই ম্যাচ পরে আবারও আয়োজন করা হবে কি না সেটি।’

ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার।
ফাইল ছবি

দুদলের সবাই করোনা নেগেটিভ হলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সেই সুযোগ পাবে কি না সংশয় আছে তা নিয়ে। সূচি অনুযায়ী বাংলাদেশ সময় শনিবার মাঝ রাতেই তৃতীয় ওয়ানডে শুরু হওয়ার কথা। অস্ট্রেলিয়া দলের এরপর পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ থেকেই আগামী ২৯ জুলাই ঢাকায় আসার কথা। যে সফরেও কড়াকড়ি জৈব সুরক্ষা বলয়ের ব্যাপার আছে।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতে পাঁচটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে। যে সিরিজে ৪–১ ব্যবধানে হেরেছে দলটি। এরপর প্রথম ওয়ানডেতে অবশ্য ভালো শুরু করে অস্ট্রেলীয়রা। প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে হারায় অ্যালেক্স ক্যারির দল।