কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়লেন মুশফিক

চোট পেয়ে ব্যথায় কাতরাচ্ছেন মুশফিক। মাঠ ছেড়ে যান তিনিছবি: প্রথম আলো

ক্যাচটা সহজ ছিল না। পয়েন্ট ফাঁকা। নাজমুল একাদশের পেসার আল আমিনের ২৬তম ওভারে স্লো বাউন্সারে তামিম একাদশের ইয়াসির আলীর ব্যাট ছুঁয়ে বল যায় ফাঁকা পয়েন্টের দিকে। খুব চেষ্টা করলেও সাফল্যের সুযোগ হয়তো ৫০ ভাগ।

ওই টুক সম্ভাবনা নিয়েই মুশফিকুর রহিম উইকেটকিপারের জায়গা থেকে দৌড় দিলেন পয়েন্টের দিকে। শেষ মুহূর্তে ঝাঁপ দিয়ে বলে গ্লাভস ছোঁয়াতে পারলেও তালুবন্দী করতে পারেননি।

উল্টো দিকে ঝাঁপ দিয়ে ডান কাঁধে চোট পান মুশফিক
ছবি: প্রথম আলো

উল্টো ঝাঁপ দিয়ে চোট পেয়েছেন ডান কাঁধে। মুশফিকের কাঁধ মাটিতে আঘাত পেতে দেখে নাজমুল একাদশের সতীর্থরা দৌড় আসেন। মুশফিক ব্যথায় কাতরাতে থাকেন। দুশ্চিন্তা তখন সতীর্থদের চোখে মুখে। কিছুক্ষণ মাটিতে শুয়ে ছিলেন তিনি। এরপর বাধ্য হয়ে ফিজিওর সাহায্য নিয়ে মাঠ ছাড়তে হয় মুশফিককে।

তবে প্রচণ্ড ব্যথা নিয়ে মাঠ ছাড়তে দেখা গেলেও মুশফিকের চোট ওতটা গুরুতর নয় বলে জানিয়েছেন দলের ম্যানেজার জামাল উদ্দিন। আপাতত বিশ্রামে আছেন তিনি। কাল মুশফিকের কাঁধ পর্যবেক্ষণ করা হবে।