কাল অভিষেক হবে মাহমুদুলের?

মাহমুদুল হাসানছবি: প্রথম আলো

মিরপুরে কাল অভিষেক হতে যাচ্ছে উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসানের? অধিনায়ক মুমিনুল হকের কথায় তো তেমনই ইঙ্গিত। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেছেন, উদ্বোধনী জুটির সমন্বয় ডানহাতি–বাঁহাতি হওয়ার সম্ভাবনাই বেশি।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভালো করেনি। সাদমান ইসলাম ও সাইফ হাসান—বাজেভাবে ব্যর্থ দুজনই। চট্টগ্রাম থেকে ফিরেই সাইফের টাইফয়েড হওয়ায় তিনি এখন দলের বাইরে। তাঁর জায়গায় ঢাকা টেস্টের জন্য দলে ডাকা হয়েছে কখনোই বড় দৈর্ঘ্যের ক্রিকেটে বিবেচনায় না আসা টি–টোয়েন্টি দলের মোহাম্মদ নাঈমকে।

মাহমুদুল
ছবি: প্রথম আলো

দলে আগে থেকেই ২০২০ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের ব্যাটসম্যান মাহমুদুল হাসান ছিলেন। চট্টগ্রামে তাঁর অভিষেক হয়নি। সাইফেই আস্থা রেখেছিলেন নির্বাচকেরা।

অধিনায়কের কথাতেই স্পষ্ট ইঙ্গিত উদ্বোধনী জুটির সমন্বয়টা ডানহাতি–বাঁহাতি হওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে মাহমুদুল ছাড়া দলে ইনিংস উদ্বোধন করার কেউ নেই। সাদমান বাঁহাতি, দলে ঢোকা নাঈমও বাঁহাতি। এমনকি ঢাকা টেস্টে ওপেনিংয়ে সাদমানের সঙ্গী হিসেবে যাঁর কথা ভাবা হচ্ছিল, সেই নাজমুল হোসেনও বাঁহাতি। দলে ডানহাতি কিন্তু ওপেন করার অভিজ্ঞতা আছে, এমন একজনই আছেন, লিটন দাস। কিন্তু এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের জায়গা ছয় বা সাতে বলে আগেই জানিয়ে দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো।

চট্টগ্রাম টেস্টের আগে কোচের সঙ্গে মাহমুদুল
ছবি: প্রথম আলো

দলীয় সূত্রে এর আগে ইঙ্গিত মিলেছিল সাদমানের সঙ্গে ঢাকা টেস্টে ইনিংসের গোড়াপত্তন করবেন নাজমুল। ১০ টেস্টের ক্যারিয়ারে কখনোই যিনি ওপেন করেননি, সেই নাজমুলের ‘উদ্বোধনী ব্যাটসম্যান’ হয়ে যাওয়ার মূল কারণ ছিল দলীয় কম্বিনেশন। এমনিতেই কাল সাকিব আল হাসান ফিরছেন। মুমিনুল নিজেই বলেছেন দলের সমন্বয়টা ৭ ব্যাটসম্যান আর ৪ বোলার হওয়ার সম্ভাবনার কথা। মাহমুদুল খেললে ইয়াসির আলীর বাদ পড়ার সম্ভাবনা থাকছে। আবার এমনও হতে পারে, একজন ব্যাটসম্যান বাড়তি খেলাতে হয়তো কোনো এক পেসার নিয়ে নামল বাংলাদেশ।

ঢাকার উইকেটে তাইজুল আর সাকিবের সঙ্গে যে মেহেদী হাসান মিরাজ থাকবেন—এটা মোটামুটি নিশ্চিত।

চোট্টগ্রাম টেস্টের আগে ডাক পেয়েছিলেন রেজাউর (বাঁয়ে) ও মাহমুদুল
ছবি: প্রথম আলো

আজ সংবাদ সম্মেলনে মুমিনুল বললেন, ‘আমার মনে হয়, উদ্বোধনী জুটির সমন্বয় ডান–বাম হতে পারে। হয়তো দুজন বাঁহাতিও হতে পারে। আসলে ডান–বাম হওয়ার সম্ভাবনাই বেশি। আর মিরপুরের উইকেট আপনি, আমি, আমরা সবাই জানি। আমার মনে হয় না অস্ট্রেলিয়ার মতো হবে।’

মুমিনুলের কথায় ‘রহস্য’ থেকেই যাচ্ছে। মাহমুদুলের অভিষেক হবে কি না, একাদশ কেমন হবে, এসব জানতে কাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করাই ভালো।