কাশ্মীরের ছেলে রেকর্ড ভাঙবে, আশায় শোয়েব

সানরাইজার্স হায়দরাবাদের পেসার উমরান মালিকছবি: আইপিএল

ক্রিকেট নিয়ে যাঁরা টুকটাক খোঁজখবর রাখেন, তাঁদের কাছে অজানা নেই উমরান মালিকের কথা। জম্মু ও কাশ্মীরের এক ফল বিক্রেতার ছেলে গতির ঝড় তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবারের আইপিএলে। নতুন সেনসেশনই বলা চলে। আইপিএলে ধারাবাহিক ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করে ব্যাটসম্যানদের আতঙ্ক ছড়িয়ে যাচ্ছেন তরুণ এই ফাস্ট বোলার।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই ফাস্ট বোলার তাঁর গতিময় বোলিংয়ে মুগ্ধ করেছেন ক্রিকেট বিশ্বকে। সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা, রবি শাস্ত্রীর মতো তারকারাও ভবিষ্যতের সম্ভাবনাময়ী এক ফাস্ট বোলারের প্রতিভা লক্ষ করেছেন উমরানের বোলিংয়ে।

উমরানকে নিয়ে এবার মুখ খুলেছেন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলিংয়ের মালিক পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতির বোলিং রেকর্ড দীর্ঘ ২০ বছরেও যে ভাঙতে পারেনি কেউ। উমরান তাঁর রেকর্ড ভাঙুন, সেটাই চান পাকিস্তানি পেসার।

আইপিএলে এবারের মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে নিয়মিতই ১৪৫ থেকে ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করেছেন উমরান মালিক। মৌসুমের সর্বোচ্চ গতির বলটাও তাঁর করা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৫৭ কিলোমিটার গতিতে বোলিং করে ভীতি ছড়িয়েছেন এই পেসার।

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার
ছবি: ইনস্টাগ্রাম

রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত শোয়েব আখতার তরুণ এই পেসারের বোলিংয়ে মুগ্ধ। তবে একজন ফাস্ট বোলারের সবচেয়ে বড় দুশ্চিন্তা তো চোট। তাই স্পোর্টস ক্রীড়ার সঙ্গে কথোপকথনে উমরানকে চোটমুক্ত থেকে দীর্ঘ ক্যারিয়ার গড়ার পরামর্শ দেন পাকিস্তানের সাবেক এই গতি তারকা, ‘আমি ওর দীর্ঘ ক্যারিয়ার দেখতে চাই। কিছুদিন আগে দ্রুততম ডেলিভারির ২০ বছর পূর্ণ হওয়ার পরেও কেউ রেকর্ডটি ভাঙতে পারেনি, তাই একজন আমাকে অভিনন্দন জানিয়েছিল। কিন্তু আমি বলেছিলাম, “অবশ্যই কেউ না কেউ আছে যে এই রেকর্ডটি ভেঙে ফেলতে পারবে।” উমরান আমার রেকর্ড ভেঙে ফেললে আমি খুশি হব। তবে ওকে নিশ্চিত করতে হবে সে যাতে চোটে না পড়ে। আমি ওর চোটমুক্ত দীর্ঘ ক্যারিয়ার দেখতে চাই।’

শোয়েব আখতার ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি ১০০ মাইলের বেশি গতিতে বোলিং করার রেকর্ড করেছিলেন। তিনি চান উমরান ভারতের হয়ে বিশ্ব মঞ্চে খেলে ১০০ মাইলের বাধা অতিক্রম করে তাঁর রেকর্ড ভেঙে ফেলুক, ‘আমি তাকে বিশ্ব মঞ্চে দেখতে চাই। বর্তমানে খুব কম বোলারই ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারে। আমরা দেখেছি উমরান সেই গতিতে ধারাবাহিকভাবে বোলিং করছে। আমি তাকে সেই ১০০ মাইলের রেকর্ড ভাঙা দেখতে চাই। আমি চাই ওর মনের মধ্যে ১০০ মাইলের কথাটা গেঁথে যাক। সে যদি ১০০ মাইল গতির ক্লাবে প্রবেশ করে, তবে আমি খুশি হব। তবে তাকে চোট থেকে দূরে থাকতে হবে, যা তার ক্যারিয়ারকে থামিয়ে দিতে পারে।’

আইপিএলে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আটে অবস্থান করছেন হায়দরাবাদ পেসার। গত ম্যাচে দল হারলেও কলকাতার ৬ উইকেটের তিনটিই তুলে নেন উমরান।