কিছু না পাওয়ার ম্যাচে জিতল পাঞ্জাব

শেষ ম্যাচ জিতে ষষ্ঠ স্থানে পাঞ্জাবছবি: আইপিএল

পাঞ্জাব কিংস আর সানরাইজার্স হায়দরাবাদের প্লে অফ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে অনেক আগেই। তারপরেও ম্যাচটি ছিল দুই দলের জন্যই মর্যাদার। শেষ ম্যাচটা জিতে যদি একটু সান্ত্বনা খুঁজে নেওয়া যায়। মর্যাদার এই ম্যাচ শেষ পর্যন্ত জিতেছে পাঞ্জাব কিংস। হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়েছে তারা। একবারও আইপিএলের শিরোপা না জেতা পাঞ্জাব এবারও ষষ্ঠ স্থানে থেকে শেষ করল।

এ ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে নজর ছিল উমরান মালিক আর অর্শ্বদীপ সিংয়ের ওপর। আজই তাঁরা দুজন প্রথমবারের মতো ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। সেদিক দিয়ে আজকের ম্যাচটি ছিল ভালো পারফরম্যান্স দিয়ে নিজেদের অর্জন উদ্‌যাপনেরও। অর্শ্বদীপ উইকেট পাননি। উমরান অবশ্য একটি উইকেট পেয়েছেন। যদিও অর্শ্বদীপ খুব খারাপ বোলিংও করেনি। ৪ ওভারে ২৫ রান দিয়েছেন।

আজ পাঞ্জাবের হয়ে দারুণ বোলিং করেছেন নেথান এলিস ও হারপ্রীত ব্রার। হারপ্রীত ৩ উইকেট নিয়েছেন, এলিস ২ উইকেট। কাগিসো রাবাদা নিয়েছেন ১ উইকেট। এঁদের বোলিং দাপটে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রানের বেশি করতে পারেনি। ১৫.১ ওভারেই পাঞ্জাব ৫ উইকেট হারিয়ে ১৬০ রান তুলে ম্যাচ জিতে নেয়।

লিভিংস্টোন আজ এবারের আইপিএলের হাজারতম ছক্কাটি মেরেছেন
ছবি: আইপিএল

হায়দরাবাদের হয়ে অভিষেক শর্মা ৩২ বলে ৪৩, রাহুল ত্রিপাঠি ১৮ বলে ২০ এইডেন মার্করাম ১৭ বলে ২১, ওয়াশিংটন সুন্দর ১৯ বলে ২৫ আর রোমিও শেফার্ড ১৫ বলে ২৬ করেন।

পাঞ্জাবের সেরা ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন। তিনি ২২ বলে ৪৯ রান করেন। তাঁর ব্যাট থেকে আসে ২টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা। তিনি আজ এবারের আইপিএলের ১০০০তম ছক্কা মারলেন। এই প্রথম কোনো আইপিএলের আসরে হাজার খানিক ছক্কা হলো। শিখর ধাওয়ান করেন ৩২ বলে ৩৯। তিনি মেরেছেন ২টি করে চার ও ছক্কা। এ ছাড়াও ১০ বলে ১৯ করেন শাহরুখ খান, শেষের দিকে জিতেশ শর্মা ৭ বলে ১৯।

উমরান মালিক ফেরান শাহরুখ খানকে। ফজলহক ফারুকি নিয়েছেন ২ উইকেট। জগদীশা সুচিথ ও ওয়াশিংটন সুন্দরও নিয়েছেন একটি করে উইকেট।