কিট ব্যাগ আসেনি, তাই অনুশীলনে দেরি বাংলাদেশ দলের

আজ স্থানীয় সময় দুপুর ১২টায় দ্বিতীয় টেস্টের ভেন্যু ড্যারেন স্যামি স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নিছবি: প্রথম আলো

ওয়েস্ট ইন্ডিজে এরকম ঘটনা অবশ্য নতুন নয়। সময়ের কাজ সময়ে হবে না। কেউ সময় দিয়ে আপনাকে অপেক্ষায় রেখেছে, সে সময় হয়তো আর শেষই হবে না। ক্যারিবীয় চরিত্রই যেন এমন। তাড়াহুড়ার দরকার কি! হেলতে দুলতে চলো।

সেন্ট লুসিয়ায় এসে প্রথম দিনের অনুশীলনে সেরকমই এক চক্করে পড়ে গেছে বাংলাদেশ দল। সূচি অনুযায়ী আজ স্থানীয় সময় দুপুর ১২টায় দ্বিতীয় টেস্টের ভেন্যু ড্যারেন স্যামি স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার কথা। কিন্তু এখন প্রায় দুপুর ১টা বাজে। বাংলাদেশ দলের অনুশীলন এখনো শুরু হয়নি।

অনেক দেরিতে মাঠে ঢুকেছে বাংলাদেশ দল
ছবি: প্রথম আলো

মাঝে দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল একবার জানালেন ১২টার পরিবর্তে সাড়ে ১২টায় অনুশীলন শুরু হবে। একটু আগে আবার জানালেন, তাদের হোটেল ছাড়তে দেরি হতে পারে আরো।

নাফিস দেরির কারণটাও ব্যাখ্যা করে বলেছেন, অ্যান্টিগা থেকে দলের লাগেজ-পত্র এবং অনুশীলনের কিট ব্যাগ সময় মতো আসেনি বলেই এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। ‘কার্গোতে করে আমাদের কিট ব্যাগগুলো এতক্ষণে এখানে পৌঁছে যাওয়ার কথা। সেগুলো এখনো আসেনি বলেই বারবার অনুশীলনের সময় পেছাতে হচ্ছে’—নাফিসের ব্যাখ্যা।

শেষ পর্যন্ত কিট ব্যাগ এসেছে। এই প্রতিবেদন লেখার মধ্যেই বাংলাদেশ দলও মাঠে এসে পৌঁছেছে। একটু পরই শুরু হবে অনুশীলন। তবু তো সেটা হচ্ছে!