কিপটেমির পুরস্কার পেলেন নরকিয়া

পাওয়ারপ্লের শেষ ওভারে প্রথম বল হাতে নেন নরকিয়া। সে ওভারে লেন্ডল সিমন্সের ক্যাচ নিতে পারেননি প্রোটিয়া উইকেটকিপার। সে ওভারে মাত্র ৬ রান দেন নরকিয়া।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো বল করেন নরকিয়াছবি: রয়টার্স

উইকেট নেওয়ার সংখ্যায় ওয়েস্ট ইন্ডিজের তুলনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ বেশি ভালো করেছিলেন আনরিখ নরকিয়া। হেরে যাওয়া সে ম্যাচে ২১ রানে নেন ২ উইকেট। আজ দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছে তাঁর দল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ৮ উইকেটের জয়ে ১৪ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা নরকিয়া।

ম্যাচের স্কোরকার্ড বলছে, উইকেট নেওয়ার সংখ্যায় ডোয়াইন প্রিটোরিয়াস ও কেশব মহারাজ নরকিয়ার চেয়ে এগিয়ে। ১৭ রানে ৩ উইকেট নেন প্রিটোরিয়াস। ২৪ রানে ২ উইকেট স্পিনার মহারাজের। এর মধ্যে নরকিয়া কীভাবে ম্যাচসেরা, তা বুঝতে হলে তাকাতে হবে ম্যাচ পরিস্থিতিতে।

পাওয়ারপ্লের শেষ ওভারে প্রথম বল হাতে নেন নরকিয়া। সে ওভারে লেন্ডল সিমন্সের ক্যাচ নিতে পারেননি প্রোটিয়া উইকেটকিপার। সে ওভারে মাত্র ৬ রান দেন নরকিয়া। অষ্টম ওভারে এসে দিয়েছেন ১ রান। উইকেটে তখন ‘সেট’ এভিন লুইস ও চার-ছক্কার খোঁজে থাকা সিমন্স।

১৫তম ওভারে এসে নিজের দ্বিতীয় স্পেল শুরু করেন ডানহাতি এই পেসার। সেই ওভারে মাত্র ২ রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা আটকে দেন নরকিয়া।

এরপর একেবারে ১৯তম ওভারে এসেছেন নিজের শেষ ওভারে বল করতে। সে ওভারে মাত্র ৫ রান দিয়ে ১টি উইকেট নেন নরকিয়া। আরেকটি রানআউটও আছে সে ওভারে। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ভালোই চাপে রেখেছিলেন নরকিয়া।