কে জিতবে আইপিএল?

এবারের শিরোপা যাবে কার ঘরে?ছবি : আইপিএল

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে আজ রাত আটটায় মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনি-সুরেশ রায়নাদের চেন্নাই সুপার কিংস ও ঋষভ পন্ত-শিখর ধাওয়ানদের দিল্লি ক্যাপিটালস।

এ ম্যাচের মাধ্যমেই শুরু হচ্ছে আইপিএলের চূড়ান্ত পর্ব। দুই কোয়ালিফায়ার, এক এলিমিনেটর ও ফাইনাল পেরিয়ে বোঝা যাবে এবারের শিরোপা উঠবে কার মাথায়।

কলকাতা নাইট রাইডার্স
ছবি : আইপিএল

টুর্নামেন্টে দিল্লি আর চেন্নাই ছাড়াও টিকে আছে শাহরুখ খান-সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স, আর বিরাট কোহলি-এবি ডি ভিলিয়ার্সদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দিল্লি ক্যাপিটালস
ছবি : আইপিএল

আজ মুখোমুখি হতে যাওয়া দিল্লি ও চেন্নাই—দুই দলই খেলেছে গত দুই ফাইনালে। তবে শিরোপার দেখা পায়নি। ওই দুবারই শিরোপা জিতে নিয়েছিল রোহিত শর্মা-কাইরন পোলার্ডদের মুম্বাই ইন্ডিয়ানস, যারা এই প্রতিযোগিতার সফলতম দল।

চেন্নাই সুপার কিংস
ছবি : আইপিএল

এবার সেই মুম্বাই ইন্ডিয়ানস প্রথম রাউন্ডের গণ্ডিই পেরোতে পারেনি। পঞ্চম হয়ে বিদায় নিয়েছে এবারের আসর থেকে। ওদিকে একই ভাগ্য বরণ করে নিতে হয়েছে মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালসের।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ছবি : আইপিএল

আর পাঁচ দিনের অপেক্ষা। এর মধ্যেই নিশ্চিত হয়ে যাবে শিরোপাজয়ীর নাম। দিল্লি ক্যাপিটালস বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কি প্রথম শিরোপার স্বাদ পাবে? না কলকাতা নাইট রাইডার্স বা চেন্নাই সুপার কিংসের মধ্যেই নির্ধারিত হবে শিরোপার ভাগ্য? সম্মানিত পাঠক, আপনার মতামত জানিয়ে দিন ভোটের মাধ্যমে!