কেমন হবে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দলের কোয়ারেন্টিন

জিম্বাবুয়ের বিপক্ষেই সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে বাংলাদেশ।প্রথম আলো ফাইল ছবি

প্রথমে তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ। এরপর কয়েক দিন আগে শেষ হওয়া পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এসবই ছিল করোনাকালে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরীক্ষা। যেখানে সহজেই উতরে গেছে বিসিবি। এবার ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশে আসার অপেক্ষা।

দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে পা রাখার কথা ক্যারিবীয়দের। বাংলাদেশে এসে ওয়েস্ট ইন্ডিজ দলকে সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ক্যারিবীয় ক্রিকেটারদের তিনবার করোনা পরীক্ষা হবে। প্রথম তিন দিন ক্রিকেটাররা হোটেলবন্দী থাকবেন। এরপর করোনা পরীক্ষায় নেগেটিভ হলে নিজেদের মধ্যে অনুশীলনের সুযোগ পাবেন তাঁরা। পুরোদমে অনুশীলন শুরু হবে সাত দিন পর।

বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে তাঁর আগেই। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ৭ জানুয়ারি। বড়দিনের ছুটি কাটিয়ে জাতীয় দলের কোচদেরও এর মধ্যে ঢাকায় ফেরার কথা। আকরাম খান বলছিলেন, ‘ছুটি কাটিয়ে কোচরা ফিরবেন। ক্রিকেটাররাও ছুটি পাচ্ছে। জানুয়ারির প্রথম সপ্তাহেই ক্যাম্প শুরু হবে।’

প্রস্তুতি ক্যাম্পের দল ঘোষণা হওয়ার কথা জানুয়ারির শুরুতে। ওয়ানডে ও টেস্ট সিরিজের আগে একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। নির্বাচকদের প্রস্তুতি ম্যাচের দল নিয়েও ভাবতে হচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জাতীয় দলে বড় কোনো পরিবর্তন বা সংযোজনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পারফরম্যান্সও তাতে খুব বেশি ভূমিকা রাখবে না। প্রধান নির্বাচকের কথায় পাওয়া গেল সেই ইঙ্গিতই, ‘যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ, এখানে পরীক্ষিত পারফর্মাররাই থাকবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট খেলবে বাংলাদেশ।
প্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজে অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে শুধু পেসার হিসেবে মাশরাফির থাকার প্রশ্নে মিনহাজুল বল ঠেললেন টিম ম্যানেজমেন্টের কোর্টে, ‘কাল থেকে আমরা বসা শুরু করব। আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলব। কোচদের পরিকল্পনা দেখে সেই অনুযায়ী দল করব।’

জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে জাতীয় দলের সঙ্গে হাই পারফরম্যান্স দলেরও ব্যস্ততা থাকবে। জানুয়ারির শেষের দিকে আয়ারল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরে আসার কথা। সেই সিরিজ সামনে রেখে জানুয়ারির মাঝামাঝিতে শুরু হবে হাই পারফরম্যান্স দলের ক্যাম্প।