কোহলিকে কারণ দর্শানোর নোটিশ পাঠাতে চেয়েছিলেন সৌরভ

এক ফ্রেমে বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলীফাইল ছবি

বিরাট কোহলি আর সৌরভ গাঙ্গুলীর মধ্যে ঝামেলার গুঞ্জন যেন শেষই হচ্ছে না। কোহলিকে ভারতের ওয়ানডে অধিনায়কত্ব থেকে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরিয়ে দেওয়ার পর থেকেই গুঞ্জন ডালপালা মেলেছে। নতুন খবরে সে গুঞ্জন আরও ছড়াবে নিশ্চিত।

নতুন খবর এই, ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর কোহলি যে সংবাদ সম্মেলনে বোমা ফাটিয়েছিলেন, সেটির পর তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠাতে চেয়েছিলেন বিসিসিআই সভাপতি ও ভারতের কিংবদন্তি অধিনায়ক সৌরভ।

গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেন কোহলি। কিন্তু ওয়ানডে ও টেস্টে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা তাঁর ছিল। তবে বিসিসিআইয়ের পরিকল্পনার সঙ্গে তা মেলেনি। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণার সময়ই তারা জানিয়ে দেয়, কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।

এরপর দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে হারের পর টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দেন কোহলি। মাস চারেক আগেও ভারতের ক্রিকেটের ‘রাজা’ কোহলি এখন অনেকটাই শক্তি হারিয়েছেন!

টেস্ট অধিনায়কত্বও ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি
ছবি: টুইটার

তবে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে সংবাদ সম্মেলনে তাঁর ওয়ানডে অধিনায়কত্ব হারানো নিয়ে অনেক কথা বলেছিলেন কোহলি। তাঁর সঙ্গে আলোচনা না করেই বিসিসিআই এমন সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই জানিয়েছেন। যদিও সৌরভ গাঙ্গুলী তখন জানিয়েছিলেন ভিন্ন কথা। বলেছিলেন, কোহলিকে তিনি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তেও অনুরোধ করেছিলেন।

তা সংবাদমাধ্যমের সামনে এসে কোহলির এমন মন্তব্য বিসিসিআই ভালোভাবে নেয়নি। কারণ, কোহলির মন্তব্যগুলো সৌরভ গাঙ্গুলী ও বিসিসিআই দুই পক্ষের ভূমিকাকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী
ফাইল ছবি: এএফপি

ভারতের সংবাদমাধ্যম এখন জানাচ্ছে, সে সময় কোহলির আচরণে এতটাই খেপে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী যে কারণ দর্শানো নোটিশ তৈরিও করে ফেলেছিলেন। বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আলোচনাও নাকি করেছিলেন সৌরভ। তবে একটা সফরের আগে দলের টেস্ট অধিনায়ককে (তখন পর্যন্ত) এভাবে নোটিশ পাঠানো উচিত হবে না বলেই সিদ্ধান্ত নেয় বোর্ড।

‘বোর্ড সভাপতি কোহলিকে কারণ দর্শানোর নোটিশ পাঠাতে পুরোপুরি তৈরি ছিলেন’—বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া অ্যাহেড নিউজ।