কোহলিকে সব সংস্করণের নেতৃত্ব ছাড়ার পরামর্শ দিলেন আফ্রিদি

ভারতের টি–টোয়েন্টি দলের সদ্য সাবেক অধিনায়কছবি: এএফপি

ভারতের পর এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে পাকিস্তানেরও। দুই দেশের ক্রিকেট অঙ্গনে এখন বিশ্বকাপ নিয়ে আর আলোচনা তেমন নেই। পাকিস্তানের বাংলাদেশ সফর আর নিউজিল্যান্ডের আসন্ন ভারত সফর নিয়েই কথাবার্তা বেশি হচ্ছে। এর মধ্যেই আবার দুই দেশের সাবেক ক্রিকেটাররা আলোচনায় মেতেছেন বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে।

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বিরাট কোহলি ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপের পর ভারত দলের টি–টোয়েন্টির নেতৃত্ব ছাড়বেন। সুপার টুয়েলভেই ভারতের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাওয়ার পর রোহিত শর্মাকে টি–টোয়েন্টির অধিনায়ক করেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে তাঁর অধিনায়ক–জীবন। ওদিকে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে থাকছেন না কোহলি। সে ম্যাচে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। শহীদ আফ্রিদি কোহলিকে বলেছেন, এভাবে সাময়িকভাবে নয়, পাকাপাকিভাবেই দায়িত্ব থেকে সরে যেতে।  

বিরাট কোহলি
ছবি: এএফপি

কোহলি এখনো ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে কিছু বলেননি। তবে সদ্য সাবেক হওয়া ভারতের কোচ রবি শাস্ত্রী ইঙ্গিত দিয়েছেন, এই দুই সংস্করণের নেতৃত্ব থেকেও সরে দাঁড়াতে পারেন কোহলি। কেন, সেই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, কোহলি হয়তো নিজের ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতেই অধিনায়কত্বের দায়িত্ব ছাড়বেন।

এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও সে পরামর্শই দিয়ে রাখলেন কোহলিকে। ব্যাটসম্যান হিসেবে নিজেকে আরও বেশি করে মেলে ধরার জন্য সব সংস্করণের নেতৃত্ব থেকেই কোহলির সরে দাঁড়ানো উচিত বলে মনে করেন তিনি। পাকিস্তানের সামা টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথোপকথনে আফ্রিদি বলেছেন, ‘ভারতের ক্রিকেটের জন্য সে অসাধারণ এক শক্তি। কিন্তু আমি মনে করি সে যদি এই মুহূর্তে সব সংস্করণে ভারতের নেতৃত্ব থেকে সরে দাঁড়ায়, সেটা হবে সেরা সিদ্ধান্ত।’

ভারতের হয়ে ৯৬ টেস্ট খেলে ২৭টি সেঞ্চুরি করেছেন কোহলি। কিন্তু ২০১৯ সাল থেকে টেস্ট ক্রিকেটে কোনো সেঞ্চুরি নেই তাঁর। গত দুই বছরে ওয়ানডে বা টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি পাচ্ছেন না। এ কারণেই হয়তো আফ্রিদি বলেছেন, ‘আমি মনে করি তার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত এবং নিজের খেলাটা উপভোগ করুক। সে শীর্ষ একজন ব্যাটসম্যান এবং কোনো চাপ না নিয়ে তার উচিত মুক্তভাবে নিজের খেলাটা খেলা। (নেতৃত্ব ছাড়লে) সে ক্রিকেটটা উপভোগ করতে পারবে।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি
ছবি: টুইটার

কোহলির জায়গায় সব সংস্করণে রোহিতকে অধিনায়ক করলে ভালোই হবে বলে মনে করেন আফ্রিদি। সামা টেলিভিশনকে তিনি বলেছেন, ‘আমি রোহিতের সঙ্গে একটা বছর খেলেছি। সে অসাধারণ একজন খেলোয়াড়। মানসিক দিক থেকে সে অনেক উঁচু মাপের মানুষ। তার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে, প্রয়োজনের সময় সে নির্ভার থাকতে পারে। আর যখন আগ্রাসী হওয়ার দরকার পড়ে, তখন সেটাও সে হতে পারে।’

সব মিলিয়ে রোহিতকে আফ্রিদি বলেছেন, ‘সে শীর্ষ মানের একজন খেলোয়াড় এবং তার শট নির্বাচন অসাধারণ। ভালো একজন নেতা হওয়ার মানসিকতাও তার আছে।’