কোহলির আগেই বাবা হওয়ার খবর দিলেন যাদব

এভাবেই সুখবরের কথা জানিয়েছেন যাদব।
ছবি: টুইটার

বক্সিং ডে টেস্টে পায়ের মাংসপেশির চোটে পড়ে অস্ট্রেলিয়া সিরিজ থেকে যেভাবে ছিটকে পড়েছেন উমেশ যাদব, তাতে তাঁর মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। ভারতে ফিরতে হয়েছে তাঁকে। মন খারাপের এ সময়েই উমেশ পেলেন বড় সুসংবাদ।

কন্যাসন্তানের বাবা হয়েছেন ৩৩ বছর বয়সী ভারতীয় ফাস্ট বোলার।

দেশে ফিরেই সুখবর পেলেন উমেশ।
ছবি: টুইটার

আজ দুপুরে উমেশ একটি নবজাতকের ছবি টুইট করে জানিয়েছেন, ‘মেয়ে হয়েছে।’ নতুন অতিথিকে স্বাগত জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘পৃথিবীতে তোমাকে স্বাগত। তুমি এসেছে জেনে আমরা অনেক রোমাঞ্চিত।’

সিরিজের প্রথম টেস্ট খেলার পরই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এখন তো জানাই গেল, একই সময়ে উমেশর স্ত্রীও ছিলেন সন্তানসম্ভবা। চোটই ভারতীয় ফাস্ট বোলারকে সুযোগ করে দিয়েছে এ সময়ে পরিবারের কাছে থাকার। ব্যক্তিগত জীবনের এই বড় সুখবরে উমেশের সিরিজ থেকে ছিটকে যাওয়ার দুঃখে যদি কিছুটা প্রলেপ পড়ে!

এ নিয়ে দুজন পেসার হারাল ভারত।
ছবি: টুইটার

উমেশের বিকল্প হিসেবে ভারতীয় দলে অন্তর্ভুক্ত হচ্ছেন থাঙ্গারাসু নটরাজন। চোটে পড়া আরেক ভারতীয় পেসার মোহাম্মদ শামির বিকল্প হিসেবে নেওয়া হয়েছে শার্দূল ঠাকুরকে। উমেশ-শামি দুজনই শিগগিরই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। কোয়ারেন্টিন সময় পেরিয়ে এরই মধ্যে রোহিত শর্মাও যোগ দিয়েছেন দলের সঙ্গে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট শুরু ৭ জানুয়ারি, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।