কোহলির কাছ থেকে শিখতে চান ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল ও বিরাট কোহলি
ছবি: টুইটার

আইপিএল নিলামে তাঁকে পেতে রীতিমতো লড়াই করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সদের দলে ঝড় তোলার জন্য আরও একজনকে প্রয়োজন মনে করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সেই আরেকজন গ্লেন ম্যাক্সওয়েল, যাঁকে পেতে ১৪ কোটি ২৫ লাখ রুপি খরচ করেছে আরসিবি। এমন সিদ্ধান্ত নিয়ে অনেক প্রশ্নও উঠেছে। কয়েক মৌসুম ধরেই আইপিএলে ব্যর্থ এক ব্যাটসম্যানের জন্য এত অর্থ ব্যয় করা ভুল বলেই মনে করছেন অনেক বিশ্লেষক।

আইপিএল নিলামের পর দুবার মাঠে দেখা গেছে ম্যাক্সওয়েলকে। অস্ট্রেলিয়ার হয়ে এই অলরাউন্ডার দুই ম্যাচে ১০ বল খেলেছেন। ১০ বলে করেছেন ৪ রান। বল হাতে করেছেন মাত্র এক ওভার। এখন পর্যন্ত যে পারফরম্যান্স তাতে উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ পাচ্ছেন না বেঙ্গালুরুর সমর্থকেরা।

তবে ম্যাক্সওয়েল বলছেন, কোহলির কাছ থেকে শিক্ষা নিতে চান। কোহলির মতো দলের জন্য অবদান রাখা শিখতে চান।

গত মৌসুমে শুরু থেকেই ম্যাক্সওয়েলের সমালোচনা করা হয়েছে। ১০ কোটির বেশি দামে কেনা এক খেলোয়াড় এক ম্যাচে সর্বোচ্চ ৩২ রান করেছেন।

বীরেন্দর শেবাগ ও তাঁর একসময়কার ওপেনিং সঙ্গী গৌতম গম্ভীর সুযোগ পেলেই নানাভাবে সমালোচনা করেছেন ম্যাক্সওয়েলের।

টি-টোয়েন্টিতে মাত্র ১০১ স্ট্রাইকরেটে ১৩ ম্যাচে ১০৮ রান করে ২০২০ আইপিএল শেষ করেছিলেন এই অস্ট্রেলিয়ান। সে দুঃসময় ভুলতে ম্যাক্সওয়েল কোহলিকে আদর্শ মানছেন।

পাঞ্জাব ছেড়ে দেওয়ার পর বিরাট কোহলির দল তাঁকে কিনে নিয়েছে। আইপিএলে এক দশক কাটানোর পর কোহলির সঙ্গে খেলার সুযোগ পাচ্ছেন।

এ সুযোগকে তাঁর অনন্য কিছুই মনে হচ্ছে, ‘এটা অন্য উচ্চতার কিছু হবে। তিনি বহুদিন ধরেই এই খেলার শীর্ষে, টেস্ট থেকে টি-টোয়েন্টি—সব সংস্করণেই।

নিজের খেলাটা সমন্বয় করে নিতে পেরেছেন। দীর্ঘ সময় ধরে প্রাধান্য বিস্তার করছেন। অনেক দিন ধরেই ভারতের অধিনায়ক ও তাদের সেরা খেলোয়াড়ের চাপ সামলাচ্ছেন।

উনি কীভাবে নিজের কাজটা করেন, সেটা দেখার অপেক্ষায় আছি। শুধু মাঠে কী করেন তা নয়, অনুশীলনে কী করেন সেটাও দেখতে চাই। আশা করি তাঁর নেতৃত্বগুণের কিছু নিতে পারব এবং তাঁর কাছ থেকে কিছু শিখতে পারব।’

অবশ্য কোহলির সঙ্গে আগ থেকেই ভালো সম্পর্ক ম্যাক্সওয়েলের। সেটা খেলার বাইরের বিষয়ে। খেলার মানসিক চাপ আর নিতে না পেরে মাঝে কিছুদিন অবসাদগ্রস্ত ম্যাক্সওয়েল খেলা থেকে দূরে ছিলেন।

কিছুদিন আগে কোহলি নিজেও বলেছেন, মানসিক অবসাদ পেয়ে বসেছিল তাঁকেও। ম্যাক্সওয়েল জানাচ্ছেন, তাঁর সবচেয়ে বাজে সময়টায় কোহলির সাহায্য পেয়েছিলেন, ‘আমার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন তিনি। আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি, সেটা উনিও কিছুটা বুঝতে পেরেছেন...অনেক প্রত্যাশা ও চাপের প্রভাব। আমি নিশ্চিত উনি ভালোভাবেই বোঝেন এটা।’