কোহলির জন্য বিশ্বকাপ জেতার আহ্বান রায়নার

অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতা হবে কোহলির?ফাইল ছবি: এএফপি

কয়েক বছর ধরে সব ধরনের ক্রিকেটে ভারত দলের নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। কিন্তু এত ভার আর নেওয়া সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে। তাই আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন, অনেক হয়েছে, আর না। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেবেন কোহলি। অর্থাৎ অধিনায়ক হিসেবে কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার একমাত্র ও শেষ সম্ভাবনা এবারই।

শুধু অধিনায়কত্বই নয়, কোহলি গত বছর যেমন ইঙ্গিত দিয়েছিলেন সেটা যদি সত্যি হয়, তাহলে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণ থেকেই সরে যেতে পারেন কোহলি। এমন এক ক্রিকেটারের সম্ভাব্য বিদায়কে স্মরণীয় করে রাখার জন্য হলেও ভারত দলকে এবারের বিশ্বকাপ জেতার আহ্বান জানিয়েছেন সাবেক ব্যাটসম্যান সুরেশ রায়না।

২০১৬ বিশ্বকাপে ভারতকে প্রায় একাই টেনেছিলেন কোহলি
ফাইল ছবি: এএফপি

২০২০ সালেই অবসর নিয়ে নিয়েছেন ভারতের আগের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলের পাশাপাশি আইপিএলে চেন্নাই সুপার কিংসেও রায়নার অধিনায়ক ছিলেন ধোনি। প্রিয় অধিনায়ককে জাতীয় দল থেকে বিদায় নিতে দেখে আর দেরি করেননি রায়না। প্রায় সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ধোনি অবশ্য তবু ভারত দলের সঙ্গে এবার বিশ্বকাপে আছেন। ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা বাড়াতে পরামর্শক হিসেবে থাকবেন দলে। দুদিন আগেই আইপিএলে জেতানো এই অধিনায়কের উপস্থিতি দলের মনোবল বাড়াবে সন্দেহ নেই।

রায়না ভারত দলের জয়ের ক্ষুধা বাড়াতে আরেকটি প্রসঙ্গও তুলে এনেছেন। আইসিসির কলামে দলের প্রতি আহ্বান জানিয়েছেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জন্য আমার একটাই বার্তা—বিরাট কোহলির জন্য হলেও জেতো। অধিনায়ক হিসেবে সম্ভবত এটাই ওর শেষ টুর্নামেন্ট, ফলে ওর জন্য সবার মধ্যে এই বিশ্বাসটা ছড়িয়ে দেওয়া খুব গুরুত্বপূর্ণ যে আমরা বিশ্বকাপ জিততে পারি। পাশাপাশি দলের অন্যদেরও ওকে সমর্থন দিতে হবে।’

কোহলির জন্য দলের সবাইকে ভালো খেলার আহ্বান জানিয়েছেন রায়না
ফাইল ছবি:রয়টার্স

রায়নার ধারণা, বিশ্বকাপ জেতার মতো দল ভারতের আছে। শুধু এখন মাঠে নেমে প্রয়োগের পালা, ‘এই কারণেই (কোহলির অধিনায়কত্ব থেকে বিদায়) বিশ্বকাপ শুরুর জন্য তর সইছে না ভারতীয় সমর্থকদের। আমাদের জেতার মতো খেলোয়াড় আছে, ছন্দেও আছি—এখন শুধু মাঠে নেমে জিতে দেখানোর পালা। আমাদের সব ক্রিকেটারই সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলেছে এবং আট থেকে নয়টি ম্যাচ খেলে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে।’

আইপিএলের কারণেই ভারত এগিয়ে আছে বলে ধারণা রায়নার। আইপিএলের প্রতিটি ম্যাচেই টান টান উত্তেজনার মধ্যে চাপ সামলানোর অভিজ্ঞতা হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্টে এমন চাপ সামলাতে পারাই পার্থক্য গড়ে দেয় বলে জানালেন রায়না, ‘আইপিএলের কারণেই অন্য দলগুলোর চেয়ে এগিয়ে থাকবে ভারত। এবং আমার মতে, এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ফেবারিটদের সারিতে রাখছে। আমরা ভারতে যেমন খেলি, তার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের অনেক মিল। পাকিস্তানের সঙ্গেও মিল অনেক। এশিয়ান দলগুলোর জন্য তাদের স্বাভাবিক খেলার খুব ভালো সুযোগ।’

কোহলি
ছবি: আইপিএল

দলের সবাইকে কোহলির জন্য বিশ্বকাপ জিততে বললেও দলের সাফল্যের ভারটা কোহলিকেই নিতে বলছেন রায়না, ‘আমার মনে হচ্ছে, ভারতের ব্যাটিং লাইনআপের সাফল্য নির্ভর করছে শুরুর তিনজনের ওপর। রোহিত শর্মা তো দুর্দান্ত—আইসিসির টুর্নামেন্টে অতীতে খুব ভালো রেকর্ড তার এবং ভালো একটা আইপিএল কেটেছে তার। রোহিত, লোকেশ রাহুল ও বিরাটকে ১৫ ওভার পর্যন্ত খেলতে হবে এবং ভিত্তি গড়ে দিতে হবে। তাহলে দলকে একটি ভালো অবস্থান এনে দিতে পারবে।’

প্রথম তিনজন ভালো শুরু করে দিতে পারলেই সেটা কাজে লাগানোর মতো দল ভারতের আছে বলে মনে করেন রায়না, ‘মিডল অর্ডারে বেশ কিছু দারুণ সমন্বয় আছে এবং ঋষভ পন্ত এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হার্দিক পান্ডিয়ার মেরে খেলার ক্ষমতা ভালো। আর টপ অর্ডারের তিনজন যদি ইনিংসের ওই পর্যায় পর্যন্ত টিকে যায়, তাহলে এমন কোনো স্কোর নেই যা ভারত তাড়া করতে পারবে না।’