কোহলির জায়গায় ভারতের টি–টোয়েন্টি অধিনায়ক কে হবেন

টি–টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের এ সংস্করণের নেতৃত্ব ছাড়বেন বিরাট কোহলিছবি: এএফপি

বিরাট কোহলির বদলে ভারতের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক রোহিত শর্মাকে করলে কেমন হয়—এ আলোচনার শুরুটা হয়েছিল সর্বশেষ আইপিএল মৌসুমে রোহিতের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ানস চ্যাম্পিয়ন হওয়ার পর। দু-তিন দিন আগে আবার গুঞ্জন ওঠে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়বেন কোহলি। ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাধ্যক্ষ অরুণ ধুমাল সে গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটিই সত্যি হয়েছে। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলি নিজেই বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। নতুন অধিনায়ক নির্বাচন করার জন্য বিসিসিআইয়ের হাতে এখনো অনেক সময় আছে। তাই কোহলির জায়গায় নতুন অধিনায়ক নির্বাচনের কাজটি ভেবেচিন্তেই করবে তারা। তবে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে গেছে—কোহলির জায়গায় কে হতে পারেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। বেশির ভাগ মানুষই হয়তো ধরে নিচ্ছেন, কোহলির জায়গায় রোহিতই হবেন ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক। ভারতের সংবাদমাধ্যমও তেমন আভাসই দিয়েছে।

কিন্তু রোহিতের বয়স হয়ে গেছে ৩৪ বছর। এমন একজনের কাঁধে কি নেতৃত্ব দেবে বিসিসিআই? নাকি তরুণ কাউকে করবে কান্ডারি? আসলে বিসিসিআই কী সিদ্ধান্ত নেবে বলে মনে করেন আপনি? কে হতে পারেন ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক?