কোহলির টুইটারে নিজের তোলা ছবি দেখে আপ্লুত ব্রিটিশ ফটোগ্রাফার

লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ চলাকালে বিরাট কোহলিছবি: রয়টার্স

বিরাট কোহলির সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট খুব দ্রুতই ছড়িয়ে পড়ে চারদিকে। সাধারণ একটি ছবি, জিম করার ভিডিও বা কোনো ঘোষণা—কোহলি সামাজিক যোগাযোগমাধ্যমে যা–ই দেন না কেন, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়!
ভারত এখন আছে ইংল্যান্ড সফরে। সেখানে লেস্টারশায়ারের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। সেই ম্যাচের তিনটি ছবি দুই দিন আগে টুইটারে পোস্ট করেছেন কোহলি। দুটি ছবি তাঁর ব্যাটিংয়ের, একটু অনুশীলনের।

আরও পড়ুন

ছবি তিনটি দিয়ে কোহলি লিখেছেন, ‘ধন্যবাদ লেস্টার, বার্মিংহাম অপেক্ষা করছে।’ কোহলির এই পোস্টে অনেকে অনেক মন্তব্য করেছেন, অনেক ‘লাইক’ পড়েছে। রিটুইটও হয়েছে প্রায় আট হাজারবার। কিন্তু কোহলির পোস্টটিতে সবচেয়ে বেশি আপ্লুত হয়েছেন এক ব্রিটিশ ফটোগ্রাফার, জন ম্যালেট। ছবি তিনটি যে তাঁরই তোলা!
নরউইচে বসবাস করা ম্যালেট খেলার ছবি তোলেন এবং তিনি খেলাপাগল এক লোক। কোহলির পোস্টটিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাই আপ্লুত ম্যালেট, ‘বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আমার কিছু ছবি তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়ায় খুবই আপ্লুত হয়েছি আমি। এই ছবিগুলো ফ্রেমবন্দী করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। ভিকে (বিরাট কোহলি) আর বিসিসিআইকে ধন্যবাদ।’

আরও পড়ুন
লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটে রান পেয়েছেন কোহলি
ছবি: রয়টার্স

লেস্টারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভারতের সেরা পারফরমারদের একজন অনেক দিন থেকেই রান–খরায় ভুগতে থাকা কোহলি। প্রথম ইনিংসে ৩৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৭ রান করেছেন ভারতের সাবেক অধিনায়ক। বার্মিংহামে ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া ম্যাচের আগে এটি নিশ্চয়ই তাঁর আত্মবিশ্বাসের পালে বাড়তি বাতাস জোগাবে।

বার্মিংহাম টেস্টটি ভারতের গত বছরের ইংল্যান্ড সফরের অংশ। গত বছর টেস্ট সিরিজের চারটি ম্যাচ খেলার পর করোনাভাইরাস মহামারির কারণে দেশে ফিরে গিয়েছিল ভারত। এবার বার্মিংহামে সেই সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটি খেলবে তারা। সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

আরও পড়ুন