ওঝার টোটকায় সারবে কোহলির ব্যামো?

আইপিএলে এখনো হাসেনি কোহলির ব্যাট।ছবি: বিসিসিআই

হঠাৎ করে কি ব্যাটিংটাই ভুলে গেলেন বিরাট কোহলি?

করোনাভাইরাস এসে পৃথিবী থামিয়ে দেওয়ার আগে নিউজিল্যান্ড সফরটা দুঃস্বপ্নের মতো কেটেছে ভারত অধিনায়কের। মাঝে করোনা সবকিছুর মতো ক্রিকেটকেও বন্দী করে রেখেছিল। সেটিকে একপাশে রেখে ক্রিকেট যখন নতুন করে শুরু হয়েছে, কোহলির ব্যাটে মরচে রয়েই গেছে। আইপিএল দিয়েই ক্রিকেটে ফিরেছেন ভারত অধিনায়ক, তাতে এখন পর্যন্ত তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কোহলির তিন ইনিংসে রান যথাক্রমে ১৪, ১ ও ৩!

ব্যাটিংয়ে কোহলির এই যে ‘ব্যামো’, সেটির টোটকা কী? টোটকা নিয়ে হাজির হয়েছেন এক ওঝা। না, ঝাড়ফুঁক তুকতাকের ওঝা নন, ইনি ভারতের সাবেক স্পিনার প্রজ্ঞান ওঝা। তাঁর মনে হচ্ছে, কোহলির শুধু ১০টা বল ঠিকমতো খেলার অপেক্ষা, তা হলেই দারুণ কোনো ইনিংস খেলে ফিরে আসবেন চেনা কোহলি!  

ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে শুরুতে চার টি-টোয়েন্টিতে তবু ১০৫ রান করেছিলেন, যার মধ্যে দুই ইনিংসে করেছেন ৪৫ ও ৩৮ রান। এরপর তিন ওয়ানডের প্রথমটিতে ৫১ রান। এরপর থেকেই ধসের শুরু। পরের দুই ওয়ানডেতে কোহলির ব্যাটে ১৫ ও ৯ রান। এরপর দুই টেস্টে চার ইনিংসে সব মিলিয়ে কোহলি রান করেছিলেন ৩৮, সর্বোচ্চ ইনিংস ১৯ রানের। করোনাকে পাশ কাটিয়ে আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরলেও তাঁর ব্যাটে ছন্দ ফেরেনি।

কোহলির দল বেঙ্গালুরুর ফর্ম অবশ্য একেবারে খারাপ নয়। তিন ম্যাচের দুটিতে জিতেছে। বেঙ্গালুরুর এখন যা দুশ্চিন্তা কোহলির ফর্ম নিয়েই। এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচটি খেলছে বেঙ্গালুরু। ম্যাচে টস জিতে আগে ব্যাট করছে রাজস্থান। এই ম্যাচেই ফর্মে ফিরবেন কোহলি?

শিগগিরই যে ফর্মে ফিরবেন কোহলি, সে ব্যাপারে নিঃসংশয় ভারতীয় দলে তাঁর সাবেক সতীর্থ প্রজ্ঞান ওঝা। ‘দারুণ একটা ইনিংস থেকে ও মাত্র ১০ বল দূরে’—স্পোর্টস টুডে অনুষ্ঠানে বলেছেন ওঝা। এখন বিলুপ্ত ডেকান ক্রনিকলসের হয়ে একবার ও পরে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে দুবার আইপিএল জেতা ওঝার সে বিশ্বাসে শক্তি জোগায় কোহলির আত্মবিশ্বাস, ‘আপনি যখন বিরাটের কথা বলবেন...ওর কারও কাছে কিছু প্রমাণের নেই। ওর আত্মবিশ্বাস অনেক বেশি। ক্রিকেটে পা রাখার প্রথম দিন থেকেই ও আত্মবিশ্বাসী, সব সময়ই নিজের যোগ্যতায় সবকিছু করতে চেয়েছে।’

দলের প্রয়োজনে কোহলির এগিয়ে আসার দিকটির কথাও বললেন ওঝা, ‘‘ও এমন একজন মানুষ, যে দলের প্রয়োজনে সব সময় এগিয়ে আসে। ‘‘আমি আমার দেশকে, দলকে জেতাব’’—যে দলেই খেলুক না কেন, ওর প্রতিজ্ঞা থাকে এটা।’

ফর্মহীন কোহলিই মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সুপার ওভারে নেমে গেছেন ডি ভিলিয়ার্সের (বাঁয়ে) সঙ্গে।
ছবি: বিসিসিআই

কোহলির আত্মবিশ্বাসের প্রমাণ হয়তো দিয়ে গেছে বেঙ্গালুরুর সর্বশেষ ম্যাচটিই, মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচটি টাই হওয়ার পর সুপার ওভারে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে নেমে গেছেন কোহলিই! ফর্মে না থাকা একজন ব্যাটসম্যানের সুপার ওভার নামের ভাগ্য পরীক্ষায় নামা তো চাট্টিখানি কথা নয়! সেখানে ২ বলে ৫ রান করেছেন কোহলি, সুপার ওভারে শেষ পর্যন্ত জেতে বেঙ্গালুরু। ওঝা সেই ম্যাচের প্রসঙ্গই টেনে এনেছেন, ‘সেটিই দেখেছি যখন এবিডি (ডি ভিলিয়ার্স) বলল যে সুপার ওভারে ও ব্যাট করবে, বিরাট বলল, ‘‘আমি তোমার সঙ্গে যাচ্ছি।’’ আত্মবিশ্বাসটা দেখুন! একজন নেতা যখন এ ধরনের আত্মবিশ্বাস দেখায়, পুরো দলেই একটা ইতিবাচক অনুভূতি ছড়িয়ে দেয় সেটা।’