কোহলির সর্বশেষ গুগল সার্চ: ‘ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদল’

গুগলে সবশেষ রোনালদোকে খুঁজেছেন কোহলিফাইল ছবি

আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি চলছে বিরাট কোহলির। করোনার এ সময় নিভৃতবাসও ক্রিকেট-সফরের প্রস্তুতির মধ্যেই পড়ে। কোহলি সেটিই করছেন মুম্বাইয়ে। কিন্তু ক্রিকেটের অন্যতম সেরা তারকা যে ফুটবলেরও পাঁড় ভক্ত। নিভৃতবাসের এ সময়ে নিউজিল্যান্ডকে নিয়ে ভাবার পাশাপাশি বিচরণ করছেন ফুটবল দুনিয়ায়ও। ইনস্টাগ্রামের এক আলাপচারিতায় কোহলি সেটিই জানিয়েছেন সবাইকে।

আগামী ২ জুন ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে রওনা হবেন কোহলি। তার আগে ইনস্টাগ্রামে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এক অনুরাগীর প্রশ্নের জবাবে কোহলি যা বলেছেন, তাতে তাঁর ফুটবলপ্রেমই সামনে চলে আসে। কোহলি জানিয়েছেন, গুগলে তাঁর সর্বশেষ সার্চের বিষয়—‘ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদল’।

রোনালদো কি জুভেন্টাসে থাকবেন—কোহলির গুগলে সেটিই খুঁজেছেন।
ফাইল ছবি: রয়টার্স

সবাই জানেন কোহলির প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এ মৌসুম মোটেও ভালো কাটেনি পর্তুগিজ তারকার। জুভেন্টাসের হয়ে সিরি ‘আ’ জেতেননি, চ্যাম্পিয়নস লিগেও তাঁর দল বিদায় নিয়েছিল দ্বিতীয় রাউন্ড থেকেই। ইতালিয়ান কাপ ও সুপারকাপই শুধু এবার জিতেছেন রোনালদো। কিছুদিন আগেই খবর চাউর হয়েছে, রোনালদোর নাকি এখন জুভেন্টাসেও মন বসছে না। পর্তুগিজ যুবরাজ কোথায় যাবেন, আদৌ যাবেন কি না, এ নিয়ে আগ্রহের কমতি নেই। কোহলিরও আগ্রহ এ নিয়েই।

ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন কোহলি। সেখানে এক অনুসারী তাঁকে প্রশ্ন করেছিলেন, গুগলে কোহলি সর্বশেষ কোন বিষয়ে খোঁজ করেছেন। উত্তরে কোহলি লিখেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ট্রান্সফার’ বা ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদল।

কিছুদিন আগেই কোহলির ফুটবল–সংক্রান্ত একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, কোহলি ফ্রি কিক থেকে গোলপোস্টে বল লাগানোর একটা চ্যালেঞ্জ খেলছেন এবং ভারত অধিনায়ক ঠিকই ফ্রি কিক থেকে বল ক্রসবারে লাগালেন। সেই পোস্টে কোহলিকে অভিনন্দিত করেন ভারত জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

ইনস্টাগ্রামের এ আলাপচারিতায় কোহলি ভক্তদের আরও কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। একজন ভক্ত জানতে চেয়েছিলেন, কেন কোহলি আর আনুশকা তাঁদের মেয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেন না? উত্তরে কোহলি বলেছেন, এমনটা করার পেছনে তাঁদের নির্দিষ্ট একটা সিদ্ধান্তই আছে, ‘আমি আর আনুশকা দুজনের কেউই চাই না আমাদের মেয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিতে। দুজন মিলেই সিদ্ধান্ত নিয়েছি, ও বড় হোক, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন দিক সম্পর্কে জানুক, এরপর নাহয় সেটা করা যাবে।’

বিরাট কোহলি, আনুশকা শর্মা ও তাদের সন্তান বামিকা।
ইনস্টাগ্রাম

তাঁর মেয়ের নাম ভামিকা। এই ‘ভামিকা’ নামটির অর্থ জানতে চেয়েছিলেন একজন। উত্তরে কোহলি জানিয়েছেন, এটি হিন্দু দেবী মা দুর্গারই আরেকটি নাম। অবসরে প্রিয় কাজ নিয়েও বলেছেন কোহলি, ‘একেবারে গা এলিয়ে দিয়ে স্ত্রী আনুশকার সঙ্গে বসে সিনেমা অথবা টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান দেখি!’