কোহলি–রোহিত, নাকি কনওয়ে–উইলিয়ামসন?

অজিত আগারকার মনে করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সর্বোচ্চ স্কোরার হবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।ফাইল ছবি

টেস্ট ক্রিকেটের রাজা এ মুহূর্তে কারা—প্রশ্নটির উত্তর পাওয়ার অপেক্ষার পালা ফুরাতে আর বেশি বাকি নেই। আর মাত্র ১০ দিন পরই শুরু হয়ে যাবে টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। ১৮ জুন মাঠে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

সাউদাম্পটনে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে ক্রিকেট বিশ্বে উড়ছে উত্তেজনার রেণু। কত প্রশ্নই না ভাসছে ক্রিকেট বিশ্বের আকাশে—কারা চ্যাম্পিয়ন হবে, কে হবেন ফাইনাল সেরা, কে হবেন ফাইনালের সর্বোচ্চ রান স্কোরার?
ভারত আর নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটারদের মধ্যে এ নিয়ে চলছে নানা ধরনের বিচার বিশ্লেষণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি আসবে কার ব্যাট থেকে—সম্প্রতি এ বিষয় নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার অজিত আগারকার, পার্থিব প্যাটেল, ইরফান পাঠান ও নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিস।

পার্থিব প্যাটেল বাজি ধরছেন চেতেশ্বর পূজারাকে নিয়ে।
ফাইল ছবি

এ মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের কয়েকজন নামতে যাচ্ছেন এ লড়াইয়ে। ভারত দলে যেমন আছেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। নিউজিল্যান্ড দলে খেলবেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কেইন উইলিয়ামসন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলার লড়াইয়ে এ তিনজন ছাড়াও থাকবেন ভারতের চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। নিউজিল্যান্ড দলে উইলিয়ামসন ছাড়াও নজর কাড়ার মতো ব্যাটসম্যান আছেন ডেভন কনওয়ে।

রান করার পথে কোহলি-রোহিতদের সামলাতে হবে ট্রেন্ট বোল্টের পেস আর সুইং এবং কাইল জেমিসনের বাউন্স। আর কিউই ব্যাটসম্যানদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যশপ্রীতি বুমরার ইন সুইং। এ ছাড়া ভারতের পেস আক্রমণের অভিজ্ঞ ইশান্ত শর্মাকে সামলানোও কঠিন হবে উইলিয়ামসন-কনওয়েদের জন্য। এর পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিজাদু তো আছেই।

ভারতের সাবেক পেসার ইরফান পাঠান মনে করেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সর্বোচ্চ স্কোরার হতে পারেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন।
ছবি: এএফপি

স্টার স্পোর্টসের ক্রিকেট কানেকটেড অনুষ্ঠানে আলোচনায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত সর্বোচ্চ রান করার লড়াইয়ে অজিত আগারকার ধরেছেন নিরাপদ বাজি। কে বেশি রান করতে পারেন—এ প্রশ্নে আগারকার বলেছেন, ‘আমি বিরাট কোহলির কথাই বলব। ইংল্যান্ডের মাটিতে সে কী করতে পারে, তা নিজের দ্বিতীয় সফরে কঠিন কন্ডিশনেই আমাদের দেখিয়েছে। সে সব সময়ই ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হতে চায়।’

ভারতের আরেক সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল অবশ্য হেঁটেছেন অন্য পথে। তাঁর বাজিটা ধীরস্থির চেতেশ্বর পূজারার ব্যাটে, ‘এই টেস্টে পূজারাই সর্বোচ্চ স্কোরার হবে বলে মনে করি আমি। ভারত যদি দ্রুত উইকেট হারায়, তাহলে দলের জয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে পূজারাকেই মুখ্য ভূমিকা রাখতে হবে। সে যদি তিন থেকে চার ঘণ্টা ব্যাট করতে পারে, তাহলে ভারত এই ম্যাচে ভালো অবস্থানে চলে যাবে।’

নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিসের ধারণা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সর্বোচ্চ স্কোরার হতে পারেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে।
ছবি: এএফপি

ভারতের সাবেক বোলার ইরফান পাঠানের ধারণা অন্য রকম। কোহলি, রোহিত বা পূজারা নন, পাঠানের বাজির ঘোড়া কিউইরা। বিশেষ করে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। খুব সংক্ষেপে ইরফান পাঠান বলেছেন, ‘আমি মনে করি, কেইন উইলিয়ামসন এ ম্যাচের সর্বোচ্চ রান স্কোরার হবে।’

নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্টাইরিস আস্থা রাখছেন তাঁর স্বদেশিদের প্রতি। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই ডাবল সেঞ্চুরি করা ডেভন কনওয়ের ব্যাটে বাজি তাঁর, ‘নিশ্চিত করেই নিউজিল্যান্ডের কেউই সর্বোচ্চ রান স্কোরার হবে। কেইন উইলিয়ামসন বা ডেভন কনওয়ে। আমি অবশ্য “রাজা” কেইন নয়, কনওয়ের কথাই বলব।’