কোহলি–স্টোকস কথা–কাটাকাটি ‘ভালোবাসা থেকেই’

বিরাট কোহলি আর বেন স্টোকসের কথা–কাটাকাটি লেগেছিল কাল আহমেদাবাদের মাঠে।ছবি : রয়টার্স

আহমেদাবাদ টেস্টে প্রথম দিনেই মনোযোগের কেন্দ্রে বেন স্টোকস। ঠিক আগের টেস্টের মতোই। এবার তিনি আলোচনায় মোহাম্মদ সিরাজকে গালি দিয়ে। পরে বিরাট কোহলির সঙ্গে কথা–কাটাকাটিও হয়েছে সিরাজকে নিয়ে। তবে স্টোকস মনে করেন মাঠে যা হয়েছে, সেসব আলোচনার কোনো বিষয়ই নয়।

সিরাজ অবশ্য স্টোকসকে অভিযুক্ত করেছেন। ব্যাটিং করার সময় স্টোকস তাঁকে গালিগালাজ করেছেন। ভারতীয় পেসার সঙ্গে সঙ্গে অধিনায়ক কোহলিকে ব্যাপারটা জানান। স্টোকস নাকি এতটাই বাড়াবাড়ি করছিলেন যে সিরাজ বলেছেন কোহলি না থাকলে ইংলিশ অলরাউন্ডারের সঙ্গে বড় ধরনের কিছু একটা হয়ে যেত তাঁর, ‘স্টোকস আমাকে অযথাই গালি দিয়ে যাচ্ছিল। আমি ওকে সরাসরি কিছু বলিনি, তবে ব্যাপারটা কোহলি ভাইকে জানাই। তিনি এসে পরিস্থিতি সামাল দেন। নয়তো স্টোকসের সঙ্গে আমার বড় ধরনের ঝগড়াই লেগে যেত।’

আলোচনা সিরাজকে নিয়ে।
ছবি : রয়টার্স

কোহলি অবশ্য খুব ঠান্ডা মাথায় যে পরিস্থিতি সামাল দিয়েছেন, এটা বলা যাবে না। সিরাজের ঢাল হতে গিয়ে স্টোকসের সঙ্গে তাঁরও একচোট হয়ে গেছে। তাঁদের দুজনের কথা–কাটাকাটির দৃশ্যটি টেলিভিশন ক্যামেরায় ভালোভাবেই ধরা পড়েছে। তবে স্টোকস নিজে বিষয়টিকে গুরুত্ব দিতে চাচ্ছেন না। তাঁর মতে, মাঠে যা হয়েছে, সেগুলো পেশাদারি ক্রিকেটারদের মধ্যে হয়েই থাকে, ‘এটা দুজন অত্যন্ত পেশাদারি ক্রিকেটারের খেলাটার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। দুই দলের দুই ক্রিকেটার মাঠে কথা বললেই সবাই মনে করে এই বুঝি ঝগড়া শুরু হয়ে গেল। আসলে ব্যাপার তেমনটি নয়। এটা হয় কাজটাকে প্রচণ্ডভাবে ভালোবাসা থেকেই।’

আহমেদবাদে দিনরাতের টেস্টে উইকেট নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা মেতেছেন সমালোচনায়। তবে কালকের উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই স্টোকসের, ‘উইকেট খুব ভালো ছিল। এই উইকেটে আমাদের ৩০০ রানের বেশি করা উচিত ছিল কমপক্ষে, কিন্তু আমরা পারিনি।’

কাল ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক স্টোকসই। কিন্তু তিনি নিজে তাঁর ইনিংস নিয়ে একেবারে খুশি নন, ‘আমার আউটটা নিয়ে আমি খুবই অসন্তুষ্ট। দেখুন ফিফটি করে দেশকে টেস্ট জেতানো যায় না। টেস্টে জেতাতে হলে বড় ইনিংস দরকার। আমি কাল সারাটা সময় ভেবেছি সোজা বলে আউট হব না। কিন্তু দুর্ভাগ্য, আমি সেই সোজা বলেই আউট হলাম।’