ক্রুনাল পাণ্ডিয়ার করোনা, পিছিয়ে গেল ভারতের ম্যাচ

ভারতের জার্সিতে ক্রুনাল পাণ্ডিয়াছবি: টুইটার

একজন ভারতীয় ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর পিছিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় কলম্বোতে শুরু হওয়ার কথা ছিল এ ম্যাচ। ভারতীয় ক্রিকেট বোর্ড এক টুইটে জানিয়েছে করোনায় আক্রান্ত ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়া।

ক্রিকইনফো জানিয়েছে, ক্রুনালের সংস্পর্শে এসেছিলেন আরও আটজন। তাঁদের সবাইকেই নেওয়া হয়েছে আইসোলেশনে। ক্রিকবাজ জানিয়েছে, দ্বিতীয় টি-টোয়েন্টি পিছিয়ে এখন হবে আগামীকাল বুধবার। আর তৃতীয় টি-টোয়েন্টি হতে পারে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতেছে ভারত। এর আগে ওয়ানডে সিরিজ সফরকারীরা জিতেছে ২-১ ব্যবধানে।

ভারতের এ সফরে শুরুতেই আঘাত করেছিল কোভিড-১৯। শ্রীলঙ্কা স্কোয়াডে করোনাভাইরাস দেখা দেওয়ার পর নির্ধারিত সময়ের চার দিন পর শুরু হয়েছিল ওয়ানডে সিরিজ। ইংল্যান্ড সফর থেকে ফেরা শ্রীলঙ্কা দলের সঙ্গে থাকা ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার প্রথম পজিটিভ হয়েছিলেন। এরপর তাদের বিশ্লেষক জিটি নিরোশানেরও পজিটিভ এসেছিল। পরে বিকল্প স্কোয়াডে থাকা শ্রীলঙ্কান ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর পিছিয়ে দেওয়া হয়েছিল ওয়ানডে সিরিজ।

অন্যদিকে ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় স্কোয়াডেও হানা দিয়েছিল করোনাভাইরাস। কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন ঋষভ পন্ত। অবশ্য পরে নেগেটিভ হয়ে আবারও প্রস্তুতিতে যোগ দিয়েছেন এ উইকেটকিপার ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ঠিকই করোনার হাত থেকে বাঁচা হলো না ভারত দলের।

সম্প্রতি কোভিড-১৯ ধরা পড়ায় পিছিয়ে দেওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এরপর ফিরতি টেস্টে সবার নেগেটিভ আসার পর নতুন সূচিতে শুরু হয়েছিল সে ম্যাচ।

এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজে মূল দলে কোভিড-১৯ পজিটিভ পাওয়ায় আইসোলেশনে গিয়েছিল পুরো ইংল্যান্ড দল। এরপর খেলানো হয়েছিল বেন স্টোকসের নেতৃত্বে বিকল্প একটি দলকে।