খেলতে নেমেই লালা লাগিয়ে আইন ভাঙলেন আমির

ইংল্যান্ডে খেলতে নামলে যেন আলোচনায় আসতেই হবে আমিরের!এএফপি ফাইল ছবি

বল চকচকে করার চেষ্টা অপরাধ নয়। বলের সিম ঠিক রাখতে আর ঔজ্জ্বল্য ধরে রেখে বাড়তি একটু সুবিধা আদায় করায় চেষ্টাটা আইনসিদ্ধ। এ কারণে এত দিন বিভিন্ন দলে কিছু নির্দিষ্ট খেলোয়াড়কে বাড়তি দায়িত্ব দিয়েই দেওয়া হতো বল উজ্জ্বল করার জন্য। ঘাম ও লালার সংমিশ্রণ আর পোশাকের নানা প্রান্ত ব্যবহার করে বল চকচকে করাটাও ক্রিকেটের নিয়মিত দৃশ্য।

এর মাঝেই করোনাভাইরাস হাজির হয়েছে পৃথিবীতে। এই ভয়াবহ মহামারির মাঝে খেলা শুরু করার আগে বেশ কিছু নিয়ম চালু করা হয়েছে, যেন কোনোভাবেই মাঠে এ ভাইরাস ছড়াতে না পারে। সে সুবাদে বল চকচকে করার কাজটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। বলে লালা লাগানো তো নিষিদ্ধই, এমনকি ঘাম ব্যবহারেও আপত্তি করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসি আপাতত সে পথে হাঁটেনি বলে ইংল্যান্ডের ম্যাচগুলোতে এখনো সুইং দেখা যাচ্ছে। কিন্তু লালা ব্যবহারে বড় করেই ‘নিষিদ্ধ’ ট্যাগ লাগিয়ে দিয়েছে আইসিসি।

এক মাসের বেশি সময় ধরে ইংল্যান্ডে আছে পাকিস্তান। টেস্ট সিরিজও হয়ে গেছে। এত দিন এ নিয়ে খুব একটা আলোচনা হয়নি। কিন্তু কাল প্রথম টি-টোয়েন্টিতেই আইসিসির আইন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। টেস্টকে আগেই বিদায় বলে দেওয়া মোহাম্মদ আমির কালই প্রথম মাঠে নেমেছেন। গতকাল বৃষ্টিতে ভেসে যাওয়া সে ম্যাচেই বল করতে এসে লালা ব্যবহার করেছেন আমির। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে নতুন বলে বাড়তি সুবিধা পেতে বলে থুতু মাখাচ্ছেন আমির। হাত মুখে নিয়ে ভিজিয়ে নিয়ে সেটা আবার বলে ঘষছে। তাঁকে বেশ কয়েকবার কাজটি করতে দেখা গেছে। অথচ গত জুনেই আইসিসি বলে লালা মেশানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছিল, ‘বল চকচকে করার জন্য খেলোয়াড়েরা লালা ব্যবহার করতে পারবেন না। যদি কোনো খেলোয়াড় লালা ব্যবহার করে, আম্পায়ার চাইলে প্রাথমিকভাবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে সে পরিস্থিতি সামাল দিতে পারবেন। তবে বারবার একই ঘটনা ঘটলে দলকে সতর্ক করা হবে। একটি দলকে এক ইনিংসে দুবার সতর্ক করা হবে। কিন্তু বারবার এ কাজ করলে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি দেওয়া হবে। যখন বলে লালা লাগানো হবে আম্পায়ার খেলা শুরুর আগে সে বল পরিষ্কার করিয়ে নেবেন।’

কিন্তু টিভি পর্দায় আমিরের লালা ব্যবহারের ঘটনা চোখে পড়লেও মাঠের আম্পায়ারদের এ ব্যাপারে সচেতন মনে হয়নি।