গায়ানার সবচেয়ে বড় মসজিদে ক্রিকেটারদের ঈদের নামাজ

ঈদের নামাজ পড়তে মসজিদে ঢুকছেন বাংলাদেশের ক্রিকেটাররাছবি: তারেক মাহমুদ

ক্রিকেটারদের বিদেশে ঈদ করা নতুন কিছু নয়। সর্বশেষ দুইবার ২০১৯ বিশ্বকাপের সময় ইংল্যান্ডে ঈদুল ফিতর এবং গত বছর জিম্বাবুয়েতে সিরিজ চলাকালীন উদ্‌যাপন করতে হয়েছে ঈদুল আজহা।

এবারও ঈদুল আজহা পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ সফরের মধ্যে। ক্রিকেটাররা ঈদ করছেন পরিবার–পরিজন ছাড়াই। আজ শনিবার সকাল ছয়টায় গায়ানার রাজধানী জর্জটাউনের কুইন্সটাউন জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন তাঁরা।

গায়ানার সবচেয়ে বড় মসজিদ কুইন্সটাউন জামে মসজিদ
ছবি: প্রথম আলো

কাল প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচের আগে আজ ঈদের দিনে অনুশীলনও করতে হবে ক্রিকেটারদের। তবে নামাজের পরপরই বৃষ্টি হয়েছে এখানে। দুপুরের পর অনুশীলন হবে আবহাওয়া ও মাঠ ভালো থাকলে।

গায়ানার সবচেয়ে বড় মসজিদ কুইন্সটাউন জামে মসজিদে। একসঙ্গে প্রায় এক হাজার মুসল্লি নামাজ পড়তে পারেন এখানে। প্রবাসী কিছু বাংলাদেশিসহ শ পাঁচেক মুসল্লি ছিলেন ঈদের জামাতে। গায়ানার স্পিকার মনজুর নাদিরও ঈদের নামাজ আদায় করেছেন এ মসজিদেই। গায়ানার বর্তমান প্রেসিডেন্ট ডক্টর ইরফান আলী একজন মুসলিম।

বাংলাদেশ দলের ক্রিকেটারদের স্বাগত জানিয়ে নামাজে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের জন্য দোয়া করা হয়েছে।

মসজিদে ঢুকছেন মিরাজ, মোস্তাফিজ ও শরীফুল
ছবি: প্রথম আলো
আরও পড়ুন