গায়ানায় রোদ, মাঠে ক্রিকেটাররা

উইকেটের ওপর থেকে কাভার সরিয়ে নেওয়া হয়েছেছবি: প্রথম আলো

সকাল থেকে যে আবহাওয়া, সেটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভোজবাজির মতো পাল্টে গেল। গায়ানায় এখন রোদ, আকাশও অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে। আবহাওয়া এ রকম থাকলে প্রভিডেন্স স্টেডিয়ামে সম্ভবত নির্ধারিত সময়েই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি–টোয়েন্টি। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানাননি ম্যাচ কর্মকর্তারা।

কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছিল গায়ানায়। সকালে ঘণ্টাখানেক বৃষ্টি না হলেও রোদ ওঠেনি। বরং ১০টার দিকে আবার মুষলধারে শুরু হয়েছিল বৃষ্টি। ম্যাচটা তখন একপ্রকার অনিশ্চিতই হয়ে পড়েছিল। তবে সাড়ে ১১টার পর বৃষ্টি কমে আসতে থাকে এবং ১২টার দিকে তো রোদই উঠে গেল। সর্বশেষ ৪০–৪৫ মিনিটে কোনো বৃষ্টি হয়নি এখানে।

নির্ধারিত সময়েই শুরু হতে পারে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি–টোয়েন্টি
ছবি: প্রথম আলো

বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ দুই দলও এরই মধ্যে মাঠে চলে এসেছে। উইকেটের ওপর থেকে কাভার সরিয়ে নেওয়া হয়েছে। মাঠকর্মীরা মাঠের ভেজা অংশ শুকানোর কাজ করছেন। সব মিলিয়ে প্রভিডেন্স স্টেডিয়ামে এখন ঠিক খেলা শুরুর আগের পরিস্থিতি। তবে খেলা কখন শুরু হবে, ম্যাচ কর্মকর্তারা সেটি জানাবেন মাঠ পরিদর্শন শেষে।

এর আগে ডমিনিকায় সিরিজের প্রথম টি–টোয়েন্টি ম্যাচটি শেষ হতে পারেনি বৃষ্টির কারণে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে ৩৫ রানে। আজ শেষ ম্যাচটি জিতে সিরিজে ড্র করাই লক্ষ্য বাংলাদেশ দলের। একজন পেসারের বদলে দলে ঢুকতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।