গায়ে হলুদে ব্যাট ধরে সানজিদা বিখ্যাত বিদেশেও

ছবিগুলো যে ভাইরাল হবে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম লুফে নেবে—তা ঘুণাক্ষরেও ভাবেননি সানজিদা ইসলাম। কিন্তু বাস্তবতা হলো, গত কয়েক দিন ধরেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভাসছে সানজিদার কিছু ছবি। পরনে গায়েহলুদের শাড়ি, মাথায়, হাতে ও কপালে ফুলের সাজে ব্যাট করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই ব্যাটার।

গায়ে গলুদের সাজে ব্যাট হাতে সানজিদার এই ছবি এখন বিখ্যাত।
ছবি: সংগৃহীত

গত ১৬ অক্টোবর জীবনের উইকেটে মীম মোসাদ্দেকের সঙ্গে জুটি বাঁধেন সানজিদা। বিয়ের আগের দিন ছিল তাঁর গায়েহলুদ। সেদিন হবু বরকে নিয়ে হলুদের সাজেই রংপুর স্টেডিয়ামে যান সানজিদা। এরপর সেখানে তোলা ছবিগুলো তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়ার পর তা ভাইরাল হয়। দেশের সংবাদমাধ্যম থেকে বিদেশি সংবাদ সংস্থা এএফপিও তাঁকে নিয়ে লিখেছে। এ ছাড়া ক্রিকইনফো ও আইসিসির সামাজিক যোগাযোগমাধ্যমেও সানজিদার হলুদের শাড়ি পরে ব্যাটিংয়ের ছবি ভীষণ সাড়া ফেলে। ভারতীয় সংবাদমাধ্যমেও তাঁর ছবি প্রকাশ করা হয়।

পরশু আইসিসির টুইটার পেজে সানজিদার ছবিগুলো ‘ড্রেস, জুয়েলারি, ক্রিকেট ব্যাট...ক্রিকেটারদের বিয়ের ফটোশুট যেমন হয়...সানজিদা ইসলাম’ ক্যাপশনে ছাড়া হয়। ১৩৯ মন্তব্যের পাশাপাশি এই টুইট ৮৮৮বার রি-টুইট হয়েছে। আইসিসির ফেসবুক পেজে একই ক্যাপশনে ছাড়া ছবিগুলো নিয়ে পোস্টটি শেয়ার হয়েছে ৩ হাজারের বেশি। লাইক পড়েছে প্রায় ১ লাখ ২৭ হাজার। মন্তব্যসংখ্যা সাড়ে ৩ হাজারের বেশি।

ক্রিকইনফোতেও গত পরশু সানজিদার গায়ে হলুদের এই ছবি পোস্ট করা হয়। টুইটারে তাদের পোস্ট রি-টুইট হয়েছে ৩৩৩বার। ক্রিকইনফোর ফেসবুক পেজে একই পোস্টের ক্যাপশন ছিল, ‘যে বিয়ের ফটোশুট আমাদের মাত করে দিয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটার সানজিদা ইসলাম দুর্দান্ত পোজ দিলেন। তিনি রংপুরের প্রথম শ্রেণির ক্রিকেটার মীম মোসাদ্দেককে বিয়ে করেছেন।’ ফেসবুকে ক্রিকইনফোর এই পোস্ট দেড় হাজার শেয়ারের পাশাপাশি লাইকসংখ্যা ৯২ হাজার।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনস সানজিদার এই ছবিগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেটি আবার প্রকাশ করেছে দেশটির খ্যাতনামা সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া।’ এ ছাড়াও ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, ডেকান হেরাল্ড, আনন্দবাজার, এই সময়, সংবাদ প্রতিদিন সানজিদাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

সংবাদ সংস্থা এএফপিকে সানজিদা ছবি তোলা নিয়ে বলেছেন, ‘ব্যাট হাতে পোজ দেওয়ার পরিকল্পনা ছিল না। বাচ্চাদের খেলতে দেখে নিজেকে সংবরণ করতে পারিনি...সতীর্থরা ওই মুহূর্ত ফ্রেমবন্দী করেছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে এমনিতেই ছবিগুলো ছেড়েছিলাম। ধারণাই ছিল না এগুলো ভাইরাল হবে।’

আইসিসিও টুইট করেছে এই ছবি নিয়ে।
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী দলের হয়ে ১৬টি ওয়ানডে ও ৫৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সানজিদা। তাঁর জীবনটাই ক্রিকেটময়। ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ২০০৯ সালে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন। তিন বছরের মধ্যেই ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়। এর দুই বছর পরেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক।

২০১৪ সালে বিকেএসপি পাঠ শেষ করে রংপুরে ফিরে যান সানজিদা। এরপর রংপুর ক্রিকেট একাডেমিতে অনুশীলন শুরু। সেখানেই আরেক ক্রিকেটার মোসাদ্দেকের সঙ্গে তাঁর পরিচয়। দুজনেরই দুজনকে ভালো লেগে যায়, শুরু হয় মনের আদান-প্রদান। ছয় বছরের প্রেম অবশেষে পরিণতিতে গড়ায় দুই পরিবারের সম্মতি ও আয়োজনে। সানজিদার মতো শীর্ষ পর্যায়ে না খেললেও মোসাদ্দেকের নাম-ডাক আছে স্থানীয় ক্রিকেটে। জাতীয় লিগে রংপুরের বিভাগের হয়ে খেলা মোসাদ্দেক বর্তমানে খেলছেন ঢাকা প্রথম বিভাগ লিগে।